নাচ দেখে শ্রাবন্তীকে যৌ.নকর্মীর সঙ্গে তুলনা নেটিজেনদের

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক : শাড়ি পরে নেচে নেটিজেনদের নোংরা ভাষায় আক্রমণের শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদিও এমন ঘটনা তার জন্য নতুন নয়, তবে এবার যেন নেটিজেনদের বারাবারি একটু বেশিই ছিল।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হারিয়ানভি ‘ঠুমক ঠুমক’ গানের সুরে শাড়ি পরে নেচেছেন শ্রাবন্তী। সেই ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। এরপরই শুরু হয় নেটিজেনদের বিদ্রুপ।

অভিনেত্রীকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে একটা ছোট হাতির বাচ্চা লাফাচ্ছে যেন। কারো মন্তব্য, ‘বুড়ো বয়সে আর কতো!’

২০ তলা বাড়ির ৪ তলা দিয়ে ছুটছে মেট্রোরেল

এক নেটিজেন শ্রাবন্তীকে রীতিমতো নারী যৌ*কর্মীর সঙ্গেই তুলনা করেছেন! তার মন্তব্য, ‘এটা কী নাচ! এতো আগে বাইজিখানার সিনেমায় দেখতাম। এইসব করে ছেলে ফাঁসানো এখন হয়তো যাবে না। তাও চেষ্টা চালিয়ে যান। আমরা তো মজা লুটে নেই।’