Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দোল আনন্দের অনুষ্ঠানে নাচগানের সময় ডিজে বক্স পড়ে এক ছয় বছর বয়সী বালক মারা গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চক্রধরপুর এলাকায়। নিহত বালকের নাম বিষ্ণু লোহার।
পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, দোল খেলবে বলে সোমবার একটি অনুষ্ঠানে যায় বিষ্ণু। রঙ খেলার পাশাপাশি সেখানে চলছিল নাচগানও। পুলিশের দাবি, অনুষ্ঠানে নাচ করছিল বিষ্ণু, আর পাশেই ছিল ভারী ডিজে স্পিকার বক্স। হঠাৎ স্পিকার বক্সটি তার মাথার উপর পড়লে গুরুতর আঘাত পায় বিষ্ণু। পরে উদ্ধার করে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষ্ণুকে মৃত বলে ঘোষণা করেন সেখানকার চিকিৎসকেরা। স্থানীয় থানায় এ দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তদন্তে নেমেছে চক্রধরপুর থানার পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।