দুর্দান্ত ড্যান্স দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন সুন্দরী বৌদি

ড্যান্স

বিনোদন ডেস্ক : যে ভিডিওর সূত্র ধরে চর্চায় বিশাখা সেটি তিনি চার মাস আগে নিজের ইউটিউব চ্যানেল ‘বিশাখা অফিশিয়াল’ থেকে শেয়ার করে নিয়েছিলেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলাতে বহু শিল্পীর শিল্পকর্ম মানুষের সামনে চলে আসছে। যাদের কাজ মানুষের ভালো লাগছে, রাতারাতি ভাইরাল হয়ে উঠছেন তাঁরা। বাঙালি বরাবরই শিল্পপ্রিয় জাতি। নাচ, গান, কবিতা, নাটক তাদের রক্তে মিশে আছে। পল্লীগ্রামের সুর মানুষকে মাতোয়ারা করে রাখে। তার সঙ্গে নৃত্য এক অসাধারণ মেলবন্ধন।

ড্যান্স

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিশাখা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে , তা বলাই বাহুল্য।

সম্প্রতি নিজের যে ভিডিওর সূত্র ধরে চর্চায় বিশাখা সেটি তিনি চার মাস আগে নিজের ইউটিউব চ্যানেল ‘বিশাখা অফিশিয়াল’ থেকে শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

এই মুহূর্তে তার সেই নাচের ভিডিওটি ৮ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে বিশাখাকে সায়রা রেজার গাওয়া ফোক গান ‘মনে করি আসাম যাব’র তালে দেখা গিয়েছে। খোলা আকাশের নীচেই বিশাখা বানিয়েছেন নিজের এই নাচের ভিডিওটি, যা বেজায় পছন্দ করেছেন তার নেটমাধ্যমের ভক্তের একাংশ।

Mone Kori Assam Jabo Dance | মনে করি আসাম যাবো | Folk Dance | Bengali Folk Song | Bishakha Official

প্রশংসাও করেছেন অনেকে, কমেন্টবক্সে চোখ রাখলেই সেই ঝলক মিলবে। উল্লেখ্য, এই ভিডিওটি বানানোর সময় মানানসই সাজেও সেজে উঠেছিলেন তিনি। নীল রঙের একটি ফ্যান্সি শাড়িতে দেখা মিলেছে বিশাখার। নিজের সাজ পূরণ করার জন্য মানানসই অলংকারের পাশাপাশি মাথায় সাদা ফুলও দিয়েছিলেন তিনি। আপাতত জনপ্রিয় ফোক গানে নৃত্য পরিবেশন করে নেটনাগরিকদের অধিকাংশের মাঝে প্রশংসিত বিশাখা।