‘চোখ তুলে দেখো না’ গানে ড্যান্স দিয়ে ঝড় তুললেন ঋতুপর্ণা ও প্রসেনজিত

ঋতুপর্ণা ও প্রসেনজিত

বিনোদন ডেস্ক : গত কয়েকমাস ধরে স্টার জলসার পর্দায় সুপারস্টার জিৎ সঞ্চালিত নন-ফিকশন গেম রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’ মন জিতে নিয়েছে দর্শকদের। এই শোতে দর্শকরা তাদের নিজেদের প্রিয় তারকাদের পেয়েছেন নতুন রূপে। একাধিক মজার খেলার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এই শো। “ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে”, নিজের অভিনীত ছবির এই ভালোবাসার মন্ত্রকে সঙ্গী করেই অভিনেতা সঞ্চালক হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই শো।

ঋতুপর্ণা ও প্রসেনজিত

এই রিয়্যালিটি শোয়ের প্রতি এপিসোডেই থাকে নতুন নতুন চমক। সম্প্রতি আসন্ন এপিসোডেও প্রতিযোগীদের জন্য থাকছে বড় চমক। একই মঞ্চে উপস্থিত থাকবে বাংলা চলচ্চিত্র জগতের দুই তারকা। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’এর হিট জুটি উপস্থিত থাকবে একই মঞ্চে। এই মঞ্চে তাদের নাচতেও দেখা যাবে ছবির টাইটেল ট্রাকের সাথে, যা আবারো মন জয় করে নেবে সকল দর্শকদের পাশাপাশি মঞ্চে উপস্থিত তারকা জুটিদেরও। সম্প্রতি সেই আসন্ন এপিসোডের প্রোমো ভাইরাল হতেই শোরগোল পড়েছে দর্শকমহলে।

আসলে ‘ইস্মার্ট জোড়ি’র এক বিশেষ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে টেলিভিশনের পর্দায়। যেখানে একই সাথে একই মঞ্চে উপস্থিত থাকতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। একটা সময় প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিই রাজ করত দর্শকদের মনে। আজকের যুগে দাঁড়িয়েও সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন এই অনস্ক্রিন তারকা জুটি। এদিন তাদের পারফর্ম্যান্সের পর সুপারস্টার ও সঞ্চালক জিৎকে বলতে শোনা যাবে, আজকের দিনে দাঁড়িয়েও কোন ছবি মুক্তি পেলে তাদের নতুন ডেবিউ জুটি হিসেবে ধরে নেওয়া যায়, যা শুনে রীতিমত খুশি হয়ে যাবেন এই তারকা জুটি। উল্লেখ্য, এই দৃশ্যের ঝলক ভাইরাল হওয়া প্রোমোতেই মিলবে।

উল্লেখ্য, আসন্ন অমর সঙ্গী স্পেশাল এপিসোডেই দেখা মিলবে এই দুই তারকার। আপাতত, সেই এপিসোডেরই অপেক্ষায় দর্শকমহল। শেষপর্যন্ত সেরা অমর সঙ্গী জুটির খেতাব কার মাথায় ওঠে! সেটাই দেখার। প্রতি শনি-রবি স্টার জলসার পর্দায় রাত ৯.৩০’এ সম্প্রচারিত হয় এই নন-ফিকশন রিয়্যালিটি শো। সম্ভবত পরের সিজন থেকে সাধারনেরাও অংশ নিতে পারবেন এই শোতে।