‘ডান্স ডান্স জুনিয়র’ মঞ্চে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো খেয়ালী

Dance

বিনোদন ডেস্ক : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আলতা ফড়িং’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী খেয়ালী মন্ডল। খুব অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী।

Dance

অনেকেই হয়তো জানেন, পর্দার মতোই বাস্তবে ভালো জিমনাস্টিক জানে খেয়ালী। এমনকি নাচেও পারদর্শী তিনি। কালার্স বাংলার নাচের রিয়েলিটি শো বিন্দাস ডান্স সিজন ১ এ অংশগ্রহণও করেছিলেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিও দেখে প্রশংসা জানান নেটিজেনরা। তবে এবার ফড়িং-এর নাচে মুগ্ধ স্বয়ং অভিনেতা দেব।

সম্প্রতি ‘ডান্স ডান্স জুনিয়র’ মঞ্চে এসেছিলেন আলতা ফড়িং’-এর এই নায়িকা খেয়ালী মন্ডল। মঞ্চে তাঁর জিমনাস্টিক এবং নাচ দেখে হতবাক বিচারক থেকে শুরু করে সকল মেন্টর। এমনকি অভিনেতা দেব ফড়িং-এর নাচের প্রশংসায় পঞ্চমুখ। দেব বলেই বসেন ‘আমি তো তোমার ফ্যান গিয়েছি’। এমনকি তাঁকে চেয়ার ছেড়ে উঠে হাততালিও দিতে দেখা যায়।