বিনোদন ডেস্ক : বছরের শুরু থেকেই একের পর এক খারাপ সংবাদ ইন্ডাস্ট্রিতে। এক নক্ষত্রের মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই আরেকজনকে হারানোর খবর উঠে আসছে সংবাদমাধ্যমে। এবার আরও একটি দুঃসংবাদ। শনিবার হার্ট অ্যাটাক করে মারা গেলেন নৃত্যশিল্পী সুনীল যাদব।
এ নৃত্যশিল্পীর বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মারাঠি সিনেমা ‘বীর গর্জা বাজি’র মহড়ার সময় হার্ট অ্যাটাক করেন সুনীল। তারপর চেষ্টা করেও আরও বাঁচানো সম্ভব হয়নি তাকে।
ইন্ডাস্ট্রির এই নক্ষত্রের পতনে শোক প্রকাশ করে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফাররা। কোরিওগ্রাফার রাজ সুরানিও পাশে দাঁড়িয়েছেন। তিনি জানান―আমরা প্রায় এক লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করেছি এবং আরও সংগ্রহ করব। এই টাকা সুনীল যাদবের পরিবারের কাছে তুলে দেব আমরা।
রাজ সুরানির ভাষ্যমতে, আমিও একজন নৃত্যশিল্পী ছিলাম। অনেক সিনেমায় কাজ করেছি। আমার কাছে মনে হয় নৃত্যশিল্পীদের জন্য জানা গুরুত্বপূর্ণ যে, তাদেরও নিজস্ব জীবন রয়েছে। এ জন্য নিজেদের সুরক্ষিত করার জন্য নাচের পাশাপাশি বিকল্প ক্যারিয়ার প্রয়োজন। ফিটনেস ও স্বাস্থ্যকর ডায়েটও গুরুত্বপূর্ণ। কেননা তাদের ১২-১৩ ঘণ্টা প্র্যাকটিস করতে হয়। এ জন্যই পর্দায় দেখতে ভালো লাগে। কিন্তু পুরো বিষয়টি আমাদের জন্য অনেক কঠিন।
এদিকে অল ইন্ডিয়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডান্স কোঅর্ডিনেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেড় লাখ টাকা তুলে দেয়া হয়েছে নৃত্যশিল্পী সুনীলের পরিবারকে।
আঁটোসাঁটো জামা পড়ে মঞ্চে ঝড় তুললেন গোরি, জমিয়ে টাকার বৃষ্টি করলেন দর্শকরা
সংগঠনের সভাপতি গঙ্গেশ্বর শ্রীবাস্তব বলেন, আমরা দেড় লাখ টাকা ওর পরিবারকে দিয়েছি। এছাড়া এফডব্লিউআইসিই’র সহায়তায় প্রোডাকশন হাউজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। যাতে করে সুনীলের পরিবারকে আমরা আরও কিছু সহায়তা করতে পারি, পাশে দাঁড়াতে পারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।