আন্তর্জাতিক ডেস্ক : জানলার ওপারে দিগন্ত বিস্তৃত প্রকৃতি আর এপারে বিভিন্ন মানুষজনের আনাগোনা। কেউ নিজের বার্থে বিশ্রাম নিচ্ছেন, আবার অনেকে একে অপরের সঙ্গে গল্পে মত্ত। মাঝে মাঝেই এদিক-ওদিক ঘুরে যাচ্ছেন হকাররা। দূরপাল্লার ট্রেনে কম-বেশি এমন দৃশ্যই চোখে পড়ে। তবে এসব তো অতীত, এবার চাইলে দেখতে পাবেন ট্রেনের যাত্রাপথে নাচের পারফরম্যান্সও। অবাক হচ্ছেন নাকি? খানিকটা অবিশ্বাস্য লাগলেও এমনই এক ভিডিও যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি চলন্ত ট্রেনে যাত্রীদের মাঝেই কয়েকজন তরুণীর উদ্দাম নাচ ঘিরে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
ট্রেনের কামরায় বেশ ভালোই যাত্রী রয়েছে। আর পাঁচটা এক্সপ্রেস ট্রেনের এসি কামরার মতোই যাত্রীরা এদিক-ওদিক বসে আছেন। আর এরই মাঝেই একদল যুবতী কেউ আপার বার্থে, আবার দাঁড়িয়েই নাচতে শুরু করেন। সম্প্রতি চলন্ত ট্রেনে এমনই এক দৃশ্য সামনে এসেছে। সৌজন্যে, রিল বানানোর নেশা। আর যুবতীদের সেই পারফরম্যান্স ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
বর্তমানে আট থেকে আশি সকলেই মেতেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ট্রেন্ডের প্রতিযোগিতায়। স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমেই যে আসবে লাখ লাখ ফলোয়ার, লাইক। রাতারাতি বাড়বে জনপ্রিয়তাও। যার জন্য নাচ, গান সহ নানান কেরামতি তো রয়েছে, এমনকী জাতীয় সঙ্গীতের অবমাননা করতেও পিছবা হচ্ছেন না। তাই রেস্তোরাঁ, শপিং মল, স্কুল-কলেজ থেকে ট্রেন, যে কোনো জায়গাতেই নাচ ইদানিং খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যেমন সম্প্রতি ভাইরাল ভিডিওতে একটি এক্সপ্রেস ট্রেনের কামরায় এক দল যুবতীকে নাচের রিল বানাতে দেখা যায়। আর সহযাত্রীদের মাঝেই এমন নাচ করার আত্মবিশ্বাস দেখে বেশ অবাকই হয়েছেন নেটিজেনরা।
Bhai mere se train mein logo ke aage khana bhi khaya nhi jata😔😭 pic.twitter.com/esLxk9ymom
— whydahi(Himesh's version) (@vaidehihihaha) May 4, 2023
vaidehihihaha নামে একটি টুইটার পেজ থেকে কয়েকদিন আগে ভিডিওটি পোস্ট করা হয়। যেখানে দেখা গিয়েছে, প্রথমে ট্রেনের কামরার ডান পাশের একটি সিটের উপরের বার্থে থাকা এক যুবতী শুয়ে পড়ে নাচছেন। এরপর দাঁড়িয়ে এক তরুণী এবং বাঁ দিকের উপরের বার্থে থাকা আরো এক তরুণীর উপর ক্যামেরা যেতে থাকে। ধীরে ধীরে দলের বাকি অন্য যুবতীদেরও একইভাবে নাচতে দেখা গিয়েছে।
ভিডিওর সঙ্গেই লেখা হয়েছে, “আমি তো লোকের মাঝে ট্রেনে খেতেও পারি না।” অর্থাৎ মানুষ যেখানে দূরপাল্লার ট্রেনে যাওয়ার সময়ই ঠিকমতো খেতেই লজ্জা পায়, সেখানে সকলের সামনেই দিব্য়ি নাচে মত্ত হয়েছেন ওই যুবতীরা। আর তাঁদের আত্মবিশ্বাসেরই বেশ প্রশংসা করেছেন অনেকে।
যদিও ভিডিওটি ভাইরাল হতেই একপক্ষ সমালোচনা করতেও ছাড়েননি। যত্রতত্র রিল বানানোর নেশায় মত্ত তরুণীদের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।