ঘরোয়া উপায়ে খুশকির সমস্য়া ম্যাজিকের মতো মুক্তি

লাইফস্টাইল ডেস্ক : খুশকির সমস্যা এখন সবার। আর বর্ষায় এই সমস্যা আরও দ্বিগুণ হয়। খুশকির সমস্যা মাত্রা ছাড়ালে স্ক্যাল্পে সংক্রমণ পর্যন্ত হতে পারে।

এই সমস্যা থেকে মুক্তির কিছু ঘরোয়া উপায় রয়েছে। যা মানলেই দূর হলে খুশকির সমস্যা। জানুন তার জন্য কী করতে হবে…

খুশকির সমস্য়ায় ব্য়বহার করুন নিম। আদিযুগ থেকে খুশকির সমস্যায় ব্যবহার হয়ে আসছে নিম। শুধু খুশকিই নয়, চুলের আরও নানা সমস্যা মেটাতেও সাহায্য করে নিম।

কীভাবে ব্যবহার করলে কাজ হবে? পরিমাণ মতো জল নিন তাতে ২০-৩০ টি নিমপাতা ফেলে দিন। এবার তা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ব্য়বহার করুন।

খুশকি সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে পাতিলেবু। লেবুতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট যা খুশকির সমস্যা মেটায়।

তবে শুধু পাতিলেবু ব্যবহার করলে হবে না। এর সঙ্গে মধু মিশিয়ে লাগান। দেখবেন দ্রুত ফল পাবেন।

পাতিলেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবু যোগ করুন। এবার তা স্ক্য়াল্পে ভাল করে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর শ্য়াম্পু করে ফেলুন।

এছাড়া ব্যবহার করতে পারেন নারকেল তেল ও ক্যাস্টর অয়েল। নারকেল তেল গরম করে তার সঙ্গে ক্যাস্টর অয়েল মেশান। ঠান্ডা করে ব্যবহার করুন।