ডেঙ্গুতে আক্রান্ত সালমান খান, ‘বিগ বস’ মাতাবেন কে?

সালমান খান বিগবস

বিনোদন ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। গত চার-পাঁচ দিন ধরে অসুস্থবোধ করছিলেন এ নায়ক। এর পর স্বাস্থ্য পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হওয়ায় এ অভিনেতাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সব ধরনের শারীরিক পরিশ্রমও তার জন্য এখন নিষেধ। ফলে ‘বিগ বস’ সঞ্চালনায়ও বিরতি নিতে হচ্ছে তাকে।

সালমান খান বিগবস

গত এক দশকের মধ্যে এ প্রথম ‘বিগ বস’কে কিছু দিনের জন্য ভাইজান ছাড়াই এগোতে হবে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সালমান যত দিন না সুস্থ হন, ততদিন এ রিয়েলিটি শো মাতাবেন বলিউড সিনেমার নির্মাতা-প্রযোজক ও জনপ্রিয় উপস্থাপক করণ জোহর।

বলিউডে অভিনয়শিল্পীদের সঙ্গে করণের সখ্য আজকের নয়। তাই ভাইজানের অনুপস্থিতির সময়টিতে এ গুরুদায়িত্ব পালনে কালারস টিভির প্রস্তাবে মুখ ফিরিয়ে নিতে পারেননি এ নির্মাতা।

ভারতের জনপ্রিয় এ রিয়েলিটি শোটির ১৬তম সিজন চলছে। চলতি মাসের ১ তারিখে শুরু হওয়া এ সিজনটি বরাবরের মতোই আলোচনায় ছিল সালমান খানের জন্যই।

৫০ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে দুর্দান্ত সুবিধা নিয়ে বাজারে এলো ZTE Axon 40 SE স্মার্টফোন

এদিকে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার শুটিংও চলছিল পুরোদমে। এ তারকার অসুস্থতা তাতেও ছেদ ফেলছে। তবে সালমান দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আগামী মঙ্গলবারই তাকে ‘বিগ বস’ এ দেখা যাবে বলে আভাসও দিয়েছে পত্রিকাটি।