ডেঙ্গু থেকে রক্ষা পেলেও হৃদরোগের কাছে হেরে গেলেন অভিনেতা

ব্রিজেশ ত্রিপাঠী

বিনোদন ডেস্ক : চলে গেলেন বর্ষীয়ান ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ‘টাইমস অব ইন্ডিয়া’ খবরে জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে অভিনেতা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। মেরঠের একটি হাসপাতালে অভিনেতাকে ভর্তি করা হয়।

ব্রিজেশ ত্রিপাঠী

হাসপাতাল থেকে সম্প্রতি সুস্থ হয়ে মুম্বাইয়ে ফিরেও আসেন ব্রিজেশ। কিন্তু রবিবার (১৭ ডিসেম্বর) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ব্রিজেশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভোজপুরী চলচ্চিত্রে প্রায় ৫ দশকের ক্যারিয়ার ব্রিজেশের। ১৯৭৯ সালে ‘সঁইয়া তোহারে কারণ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র ভুবনে অভিষেক হয় এ অভিনেতার। তবে ভোজপুরী সিনেমার পাশাপাশি একাধিক হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন ব্রিজেশ।

১৯৮০ সালে মুক্তি পায় ব্রিজেশ অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘ট্যাক্সি চোর’। ভোজপুরী চলচ্চিত্রে পা রাখার আগে অগণিত হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন ব্রিজেশ। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সালমান খান, রজনীকান্ত, রবি কিষণের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাকে দেখা গেছে।

বলিউডে অভিনয় করলেও, ব্রিজেশকে অনুরাগীরা মনে রেখেছেন ভোজপুরী ইন্ডাস্ট্রিতে তার একাধিক জনপ্রিয় খলচরিত্রের জন্য। অভিনয় করেছেন রবি কিষণ, মনোজ তিওয়ারি, দিনেশ লাল যাদব, পবন সিংহ এবং কেশরী লাল যাদবের মতো তাবড় ভোজপুরী অভিনেতাদের সঙ্গে।

প্রয়াত এ অভিনেতাকে স্মরণ করে রবি কিষণ বলেন, আমরা একসঙ্গে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছি। তার প্রয়াণে ভোজপুরী সিনেমায় একটা যুগের অবসান ঘটল। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করছি।

সম্ভাবনা জাগিয়েও হারিয়ে গেছেন যেসব ঢালিউড সুন্দরী

ব্রিজেশের প্রয়াণে ভোজপুরী চলচ্চিত্রে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১৮ ডিসেম্বর) মুম্বাইয়ে ব্রিজেশের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।