বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট ও দানব সরকার ১৬ বছর এ দেশের মানুষের ওপর অন্যায়, নিপীড়ন, হত্যা, মামলা, গুম এমন কোনো হীন কাজ নেই, যা তারা করেনি। গণতন্ত্রের লেবাসে ভয়ংকর বর্বর স্বৈরশাসক ছিল।
যে শাসক ফেরাউনকেও হার মানিয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের স্কুল, নাছিমা কাদির মোল্লা হাই স্কুলে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেকে মামলা খেয়েছে, গুম হয়েছে, মারা গেছে। সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে তারা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করেছে ছাত্র-জনতা। নরসিংদীতে তাহমিদের মতো সাহসী সন্তানরা জীবন দিয়েছে। তার স্মরণে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে তাহমিদ চত্বর করা হবে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পাশে রয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা শহীদ ও আহতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শহীদদের আমরা চিরস্মরণীয় করে রাখবো। তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস্ (এনকেএম) এর সভাপতি আব্দুল কাদির মোল্লা বলেন, আমাদের স্নেহের ছাত্র জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদের নামে এনকে এম স্কুলে একটি ১০ তলা ভবনের নামকরণ করা হবে এবং এ ভবনটি শহীদ তাহমিদের নামে উৎসর্গ করা হবে। এরই মধ্যে স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারের পাশে তাহমিদের নামে একটি স্মৃতিফলক করা হয়েছে। এ এনকে এম স্কুল যতদিন থাকবে তাহমিদের স্মৃতি ততদিন থাকবে, যা দেখে পরবর্তী প্রজন্ম শহীদ তাহমিদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এ সময় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস্ (এনকেএম) এর সভাপতি আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহী, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, এ কে এম গোলাম কবির কামাল, শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম, বিএনপি নেতা আউলাদ হোসেন, আব্দুর রউফ ফকির রনি ও সুমন চৌধুরীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এরআগে সকালে নরসিংদীর চিনিশপুরে শহীদ তাহমিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন জেলা বিএনপির নেতারা।
OPPO A5x: বাজেটের মধ্যে পাওয়ারফুল ফিচার সমৃদ্ধ সেরা স্মার্টফোন
শহীদ তাহমিদ আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানা মোড়ে পুলিশের গুলিতে নিহত হয়। সে নবম শ্রেণির ছাত্র ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।