আন্তর্জাতিক ডেস্ক : আসলে এই ঘটনাটি বিশাখাপত্তনমের সিনহাচালনে শ্রী নরসিংহ স্বামী বাড়ি মন্দিরের ঘটনা। মন্দিরে উপস্থিত দানপাত্রে দক্ষিণার জায়গায় কেউ ১০০ কোটি টাকার চেক ফেলে দিয়েছিলেন। মন্দির কর্তৃপক্ষ যখন দানপত্রটি করেন, তখন তিনি সেটি উদ্ধার করেন। প্রথমে এটি দেখে অবাক হয়ে গিয়েছিলেন এবং তারপরে তারা খুশি হন।
বিশাখাপত্তনামে একটি হতবাক করার মত ঘটনা সামনে এসেছে। এখানে এক ভক্ত মন্দিরে ১০০ কোটি টাকার চেক মন্দিরে দানপাত্রে ফেলে রেখে দিয়েছেন। যখন মন্দির কর্তৃপক্ষ চেক ক্যাশ করতে ব্যাঙ্কেরর সঙ্গে যোগাযোগ করেন। তখন তাঁদের মাথা খারাপ হয়ে যায়। কারণ যে অ্যাকাউন্ট থেকে ওই চেক এসেছিল ওই অ্যাকাউন্টে কেবল ১৭ টাকা ব্যালেন্স মেলে। এখন দ্রুত সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হতে শুরু করেছে। সকাল মিডিয়ায় ব্যক্তিদের চেক দেওয়া ব্যক্তিকে নিয়ে নানা রকম মজার বক্তব্য কটুক্তি শুরু করেছেন।
আসলে এই ঘটনাটি বিশাখাপত্তনমের সিনহাচালনে শ্রী নরসিংহ স্বামী বাড়ি মন্দিরের ঘটনা। মন্দিরে উপস্থিত দানপাত্রে দক্ষিণার জায়গায় কেউ ১০০ কোটি টাকার চেক ফেলে দিয়েছিলেন। মন্দির কর্তৃপক্ষ যখন দানপত্রটি করেন, তখন তিনি সেটি উদ্ধার করেন। প্রথমে এটি দেখে অবাক হয়ে গিয়েছিলেন এবং তারপরে তারা খুশি হন।
অ্যাকাউন্টে এরপর চেক ক্যাশ করানোর জন্য, মন্দিরে যাওয়ার পর ব্যাংকে পৌঁছান এবং সেখানে চেক ক্যাশ করাতে জমা দিয়ে দেন কোটাক মাহিন্দ্রা ব্যাংকে। যখন ব্যাংক কর্তৃপক্ষ তা জমা করেন তখন দেখা যায়, যে ব্যক্তির একাউন্টের চেক ওটি, তার একাউন্টে মাত্র ১৭ টাকা পড়ে রয়েছে।
এখন গোটা বিষয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে। ১০০ কোটি টাকাওয়ালা চেকের ছবি সামনেও চলে এসেছে। যদিও এ সম্পর্কে কোনও ব্যক্তি পুলিশে কোনও অভিযোগ করেছেন বলে এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে যে কেউ মজা করার জন্য এত বড় একটা সংখ্যা লিখে মন্দিরে দান করে ফেলে দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।