আন্তর্জাতিক ডেস্ক : শরীর ও মনকে চাঙা করতে চায়ের কদর আছে বেশ। তাই বলে সেই চা পান করতে কত টাকা খরচ করতে রাজি হবেন আপনি। ২০, ৫০ কিংবা সর্বোচ্চ ৫০০ থেকে হাজার টাকা। এর বেশি নিশ্চয় নয়। তবে দেশটা যখন সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান দুবাই। তখন সেই চায়ের দাম লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে।
তবে দাম যেমন বেশি এই চায়েও রয়েছে বিশেষত্ব। ২৪ ক্যারেট সোনা দিয়ে বিশেষ উপায়ে তৈরি হয় ‘গোল্ড কাড়াক’ নামের এই চা। যা পরিবেশন করা হয় রূপার কাপে। যেটি চাইলে উপহার হিসেবে নিয়েও আসতে পারেন ওই চা প্রেমী।
দুবাইয়ের ডিআইএফসি-এর অ্যামিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে বোহো ক্যাফেতে মিলছে এমন সাড়া জাগানো চা। যা ভারতীয় বংশোদ্ভূত সুচেতা শার্মা তার বিলাসবহুল বোহো ক্যাফেতে বিক্রি শুরু করেছেন।
এই চায়ের ওপর ২৪ ক্যারেট স্বর্ণের একটি তবক বা ফয়েল থাকে। আর এই স্বর্ণে চায়ের প্রতি কাপের দাম ভারতীয় মুদ্রায় এক লাখ ১৪ হাজার রুপি, বাংলাদেশি টাকায় যা দেড় লাখের বেশি। গ্রাহক চাইলে একইভাবে কফিও খেতে পারেন। তবে দাম পড়বে প্রায় একই। চা ও কফি ছাড়াও ক্যাফের মেনুতে অন্যান্য প্রিমিয়াম আইটেমগুলির মধ্যে রয়েছে গোল্ড স্যুভেনির কফি, গোল্ড-ডাস্টেড ক্রসেন্টস, গোল্ড ড্রিংকস এবং এমনকি গোল্ড আইসক্রিম।
সোনার এই চা নিয়ে সুচেতা শর্মা বলেন, ‘আমরা বৃহত্তর সম্প্রদায়ের জন্য খাদ্যাভ্যাসের সাথে সাথে ভোগের সন্ধানকারী লোকদের জন্য ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলাম।’
চায়ের মূল্য অত্যধিক বেশি হলেও এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সারা ফেলেছে। দুবাই ঘুরতে এসে অনেকেই এই চার স্বাদ নিচ্ছেন। অনেকেই এই চার প্রশংসা করলেও নেতিবাচক মন্তব্যও করছেন অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।