বিনোদন ডেস্ক : বেশ ঘটা করেই চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন ‘হোয়াট অ্যা শো’ খ্যাত রাফসান সাবাব। তবে তিন বছর না যেতেই গত ৯ নভেম্বর সংসারের ইতি টানেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে ডিভোর্সের বিষয়টি রাফসান নিজেই নিশ্চিত করেছিলেন। এরপর থেকেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন ‘হোয়াট অ্যা শো’ খ্যাত এ উপস্থাপক।
অন্যদিকে ১২ নভেম্বর (রবিবার) রাফসানের সাবেক স্ত্রী এক স্ট্যাটাসে জানান, ডিভোর্সের সিদ্ধান্ত দুজনে মিলে হয়নি। এমনকি ডিভোর্স লেটারে স্বাক্ষর করেননি এশা।
সবশেষ গতকাল সোমবার (১৩ নভেম্বর) বিচ্ছেদের বিষয়টি নিয়ে কথা বলেছেন রাফসান সাবাব। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১৪ মিনিট ৪৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় জানান, আরও দেড় বছর আগে থেকেই এই বিচ্ছেদ চেয়েছেন তিনি।
রাফসান বলেন, ডিভোর্সের স্ট্যাটাস দেয়ার পর গত তিন দিন যতভাবে বুলি, হ্যারাজ এবং নেগেটিভ কথা আমি শুনেছি, আমাকে সব রকমের এলিগেশন দেয়া হয়েছে। তারপরও আমি চুপ থাকতে চেয়েছি। কেননা আমি আমার আগের পোস্টে লিখেছিলাম, আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলার শেষটা সম্মানজনকভাবেই হোক আমি চাই।
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে কথা বলতে চাইনি। কেননা ডিভোর্স দুটি মানুষের জন্যই কঠিন বিষয় এবং এটি আমাদের একান্তই নিজস্ব ব্যাপার।’
‘আমি কোনোভাবেই চাইনি কাদা ছোড়াছুড়ির মাধ্যমে বা একে অন্যকে ব্লেম করার মাধ্যমে আমার এবং আমার সাবেক স্ত্রীর সম্মান ক্ষুণ্ন হোক, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এতো আলোচনা হোক’, বলেন রাফসান। এশার পোস্ট নিয়ে রাফসান বলেন, এতে বেশ কিছু ভুল তথ্য ছিল বলেই আজ আমাকে কথা বলতে হচ্ছে। আর এই ভিডিওটিই আমার স্টেটমেন্ট।
তিনি বলেন, আমার সাবেক স্ত্রী তার স্ট্যাটাসে লিখেছে, ডিভোর্সটি দুজনের সিদ্ধান্তে হয়নি। এটি সত্য। তবে বিষয়টি একটু ব্যাখ্যা করা দরকার। আমিও এই বিয়ে নিয়ে সিরিয়াস ছিলাম। আমার বিয়েটা তিন বছর আগে হয়, আর এটা লাভ মেরেজ ছিল। আমি আমার পরিবারকে রাজি করিয়ে একটি বড় অনুষ্ঠান করে বিয়েটা করি। সেই জায়গা থেকে যখন আমি ডিভোর্স চাই এবং এই বিয়েটা থেকে বের হতে চাই, এর পেছনে অনেক ধরনের কারণ রয়েছে।
বিচ্ছেদের সিদ্ধান্ত আরও দেড় বছর আগে জানিয়ে রাফসান বলেন, ‘আমাদের বিয়েটা তিন বছর আগে হলেও আমি আরও দেড় বছর আগে এই ডিভোর্সটা চেয়েছিলাম। হঠাৎ করেই কিন্তু ডিভোর্সটা হয়নি। আসলে আমার বিয়েটি আইডিয়াল বিয়ে না। আমি সবার সামনে আইডিয়াল বিয়ে বলে অভিনয় করে যেতে পারব না। তাই এর মধ্য থেকে আমি বের হয়ে আসার সিদ্ধান্ত নিই।’
সবাইর প্রতি অনুরোধ জানিয়ে রাফসান বলেন, ‘কারও কারণে আমার সংসার ভাঙেনি, কারও সঙ্গে যদি আমাকে পাবলিক প্লেসে দেখা যায়, তাকে জড়িয়ে আমাকে নিয়ে নানা কথা বলা হয় এটাও সঠিক নয়। এই বিয়েটা ভাঙার জন্য কেউ যদি দায়ী হয়ে থাকে সেটি আমি, অন্য কেউ নন। তাই যেকোনো কিছু বলার থাকলে আমাকে বলেন। এজন্য অন্য কারও নাম নিয়ে আসার দরকার নেই।’
দেশের জনপ্রিয় উপস্থাপকদের একজন রাফসান সাবাব। কলেজে পড়াকালে উপস্থাপনার সঙ্গে জড়ান রাফসান সাবাব। আইবিএর শেষ বর্ষে থাকাবস্থায় ‘টেন মিনিটস স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়। আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপর রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামে আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষে তিনি লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শোটি এখন দেশের সর্বাধিক জনপ্রিয় ইউটিউব শো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।