লাইফস্টাইল ডেস্ক : কলপ বা ডাই করে চুল কালো করতে ঝামেলা মনে হয়? তাহলে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক দুইটি উপাদানে। এ দুই উপাদান নিয়মিত ব্যবহারে খুব সহজেই পাকা চুল হবে কালো, মজবুত আর ঝলমলে।
চুলের ক্ষতি করতে না চাইলে প্রাকৃতিক এ দুই উপাদানেই ভরসা রাখতে পারেন আপনি। আজকাল নানা ব্যস্ততা আর দুশ্চিন্তার কারণে কম বয়সেই চুলে পাক ধরছে।
তাই পাকা চুল কালো করতে অনেকেই নানা কৃত্রিম প্রসাধনী ব্যবহার করতে শুরু করেন। এতে চুল দুর্বল হয়ে পড়ে। সেই সঙ্গে বাড়ে চুল ঝরে পড়ার প্রবণতাও।
তাই চুল ঘন কালো মজবুত করতে বেছে নিতে পারেন চা পাতা ও কারি পাতাকে। কারি পাতা হাতের কাছে না পেলে তেজপাতা দিয়েও তা করতে পারেন।
কারিপাতা ও চা ব্যবহারের নিয়ম:
১। প্রথমে তেজপাতা বা কারি পাতা কুচি করে কেটে নিন। একটি পাত্রে পানি নিয়ে কুচি তেজপাতা বা কারি পাতা দিয়ে দিন। ১০ মিনিট মিডিয়াম আঁচে পানি গরম করুন। এরপর দেখবেন পানির রং বাদামি হয়ে গেছে। পানি ঘন হয়ে আসলে চুলা থেকে পাত্রটি নামিয়ে পানি ছেকে নিন।
২। এবার একটি পাত্রে পানি নিয়ে ১ চামচ চা পাতা দিয়ে দিন। ১০ মিনিট মিডিয়াম আঁচে পানি গরম করুন। এরপর দেখবেন পানির রং গাঢ় খয়েরি হয়ে গেছে। পানি ঘন হয়ে আসলে চুলা থেকে পাত্রটি নামিয়ে পানি ছেকে নিন।
৩। এ দুই পানি একসঙ্গে মিশিয়ে নিন। এবার আরও ভালো ফলাফল পেতে ১ চামচ কফি পাউডার এতে যোগ করুন। আধা ঘন্টা রেখে দেয়ার পর হাতে সামান্য এ মিশ্রণ নিয়ে প্রথমে চুলের স্ক্যাল্পে ম্যাসাজ করুন।
এরপর ব্রাশের সাহায্যে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এ মিশ্রণ বেশি করে লাগান। চাইলে ছোট স্প্রে বোতলে মিশ্রণটি ভরেও চুলে ব্যবহার করতে পারেন। আগা ফাটা বন্ধ ও চুল কালো করতে ২ ঘন্টা অপেক্ষা করুন। বাতাসে চুলে মিশ্রণটি শুকিয়ে গেলে শক্ত অনুভব হবে। এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
মনে রাখবেন, এ মিশ্রণ ব্যবহারের আগে অবশ্যই চুল শ্যাম্পু করে শুকিয়ে রাখতে হবে। আর মিশ্রণটি ব্যবহারের পর আর শ্যাম্পু করা যাবে না।
এভাবে প্রাকৃতিক উপাদানে চুল কালো করলে দীর্ঘ সময় পর্যন্ত চুলে এর রং থাকে। সেই সঙ্গে খুশকি মুক্ত হয়ে আগের চেয়ে চুল আরও হয়ে ওঠে স্বাস্থ্যজ্জ্বল ও ঝলমলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।