বিনোদন ডেস্ক : চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়ক দর্শন রাওয়াল। দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে সুখবরটি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এ গায়ক। মুহূর্তেই এ সংবাদ ভাইরাল হয়ে যায়।
নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে দর্শন রাওয়াল লিখেছেন, ‘চিরকালের সেরা বন্ধু।’এ পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই শুভেচ্ছা, প্রশংসা ও অভিনন্দন বার্তায় ভাসাচ্ছেন রাওয়ালকে।
দর্শন রাওয়াল ২০১৪ সালে ‘ইন্ডিয়াস র স্টার’ রিয়েলিটি শোতে অংশগ্রহণের পর জনপ্রিয়তা লাভ করেন। এরপর তিনি ‘সনম তেরি কসম’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘লাভযাত্রী’, ‘তেরা সুরুর’র মতো সিনেমায় প্লেব্যাক করেছেন।
তার কণ্ঠের শ্রোতাপ্রিয় উল্লেখযোগ্য আরও গানের মধ্যে রয়েছে, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘মিত্রন’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’।
দর্শন রাওয়াল বলিউড ছাড়াও গুজরাটি ও তেলেগু সিনেমায়ও নিয়মিত প্লেব্যাক করছেন। গীতিকার ও সুরকার হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন। গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় কনসার্টে সংগীত পরিবেশন করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। তিনি ২০২৩ সালে গান গাওয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।