বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ডাটা ব্যালেন্স না থাকলেও এখন থেকে রবি ও এয়ারটেল গ্রাহকরা ফেসবুকের ফটো ভার্সন দেখতে পারবেন। এর পাশাপাশি ম্যাসেঞ্জার ব্যবহারের সুবিধাও পাবেন তারা। মেটা ও রবির যৌথ উদ্যোগে চালু হওয়া এই সুবিধা বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে।
Table of Contents
আগে কেমন ছিল?
এতদিন ডাটা ব্যালেন্স শেষ হয়ে গেলে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা শুধুমাত্র টেক্সট ভার্সন দেখতে পেতেন। ছবি দেখা যেত না, ফলে তথ্যের সম্পূর্ণতা পাওয়া যেত না।
নতুন ফিচার কীভাবে কাজ করবে?
নতুন সুবিধার ফলে রবি ও এয়ারটেল গ্রাহকরা টেক্সট ভার্সনের পাশাপাশি ফেসবুকে ছবি দেখার সুযোগ পাবেন। এছাড়া ডাটা না থাকলেও ভিডিওর স্টিল ফটো (থাম্বনেইল) দেখা যাবে। যখনই ডাটা ব্যালেন্স রিচার্জ করা হবে, তখন ভিডিও স্ট্রিমিং স্বাভাবিকভাবে চলবে।
ইন্টারনেট প্যাক কেনা হবে আরও সহজ
ফেসবুক ব্যবহার করতে করতে গ্রাহকদের ডাটা ব্যালেন্স স্ট্যাটাস জানিয়ে একটি পপ-আপ মেসেজ দেখানো হবে। এই মেসেজের মাধ্যমে সহজেই ইন্টারনেট প্যাকেজ কেনার সুবিধা পাবেন গ্রাহকরা।
এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংকের কার্ড অথবা অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্টারনেট প্যাক কিনতে কিংবা লোন নিতে পারবেন তারা।
দেশের ডিজিটাল অগ্রগতিতে রবি ও মেটার বিশেষ অবদান
রবি ও মেটার এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে ডাটা ব্যালেন্স না থাকলেও ফেসবুক ব্যবহার করে সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবেন গ্রাহকরা। এতে ডিজিটাল সাক্ষরতার হার বৃদ্ধিতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।