নতুন করে আসছে আনলিমিটেড ডেটা প্যাকেজ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নানা জল্পনা-কল্পনার পর দেশীয় মোবাইল ফোন অপারেটররা ২৮ এপ্রিল ২০২২ থেকে আনলিমিডেট ডেটা প্যাকেজ চালু করে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্যাকেজের উদ্বোধন করা হয়। কিন্তু আনলিমিটেড প্যাকেজে ‘আনলিমিটেড’ বললেও শর্তের মধ্যে এক বছর মেয়াদ বেঁধে দেওয়া, মাসিক প্যাকেজে দৈনিক ব্যবহারসীমা বেঁধে দেওয়া এবং প্যাকেজের দাম নিয়ে গ্রাহক পর্যায়ে অসন্তুষ্টি আর অভিযোগ উঠেছে।

শুধু গ্রাহক নয় স্বয়ং টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এসব শর্তে উষ্মা প্রকাশ করেন। মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, ‘এই উদ্যোগ জনগণের কাছে ইতিবাচক হওয়ার কথা ছিল অথচ এসব কারণে সেটি নেতিবাচক হয়ে গেছে।’ ‘আমার কাছেই গ্রহণযোগ্য হয়নি, জনগণের কাছে কীভাবে গ্রহণযোগ্য হবে?’ বলছিলেন তিনি। জনগণের স্বার্থ সবার আগে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিটিআরসিকে বলা হয়েছে, অপারেটরদের ডেকে এটি আরও গ্রাহকবান্ধব করতে, চিহ্নিত সমস্যাগুলো সমাধান করে নতুন করে ডেটা প্যাকেজ ঘোষণা করতে।’

গ্রাহক অসন্তুষ্টির মূল কারণ, প্যাকেজ আনলিমিডেট ঘোষণার পরও সেখানে এক বছরের সময় বেঁধে দেয় অপারেটররা। আনলিমিটেড মেয়াদ প্যাক কেনার ১ বছর পর আর অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, কারিগরি কারণে ডাটার মেয়াদ ১ বছর রাখা হয়েছে। যেমন গ্রামীণফোন আনিলিমিটেড বা মেয়াদবিহীন প্যাকেজে ১০৯৯ টাকায় ১৫ জিবি এবং ৪৯৯ টাকায় ৫ জিবি, রবি ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংক ৩০৬ টাকায় ৫ জিবির প্যাকেজ দেয়। যার মেয়াদ দেওয়া হয় ১ বছর।

অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি টেলিটক ৩০৯ টাকায় ২৬ জিবি এবং ১২৭ টাকায় ৬ জিবির অফার দেয়। শুধু টেলিটকের মেয়াদই সত্যিকার অর্থে আনলিমিটেড বা মেয়াদহীন, এখানে কোনো সময়ের শর্ত নেই। এ ছাড়া মাসিক প্যাকেজের প্রতিদিন ডেটা ব্যবহারের শর্ত গ্রাহকদের মধ্যে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে গ্রামীণফোনের নিরবচ্ছিন্ন ৩০ দিনের প্যাকেজ ৩৯৯ টাকায় দেওয়া হয়েছে, যেখানে প্রতিদিন সর্বোচ্চ ১ জিবি ব্যবহার করা করা যাবে এবং ৩০ দিনের আরেকটি প্যাকেজ ৬৪৯ টাকায় দেওয়া হয়েছে, যেখানে প্রতিদিন সর্বোচ্চ ২ জিবি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। অন্যদিকে আনলিমিটেড প্যাকেজের নামে ১ বছর মেয়াদি যে প্যাকেজ ঘোষণা করেছে তাতে ডেটার দাম তুলনামূলক বেশি রাখা হয়।

নতুন রঙে বাজারে এল বাজাজ পালসার, নতুন চমকের সাথে দেখে নিন দাম