আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে শুরু হয়েছে নবম ‘খেজুর উৎসব’। দেশটির আলজাওফ প্রদেশের গভর্নর যুবরাজ ফয়সাল বিন নাওয়াফ বিন আব্দুল আজিজ দাওমাতুল জান্দাল শহরে উৎসবটির উদ্বোধন করেন।
রোববার আলআরাবিয়া জানায়, দাওমাতুল জান্দাল পৌরসভার উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে এবং এটি চলবে সাত দিন পর্যন্ত।
উৎসব শেষে ‘যুবরাজ ফয়সাল বিন নাওয়াফ বিন আব্দুল আজিজ অ্যাওয়ার্ডে’র অধীনে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। সর্বমোট ১ লাখ রিয়াল সমমূল্যের পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি রয়েছে।
আলজাওফের মেয়র ইঞ্জিনিয়ার আতিফ বিন মোহাম্মাদ আল-শারান কৃষি ও ইতিহাসে অবদান রাখায় সেখানকার আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সবশেষ খেজুর উৎসবে অর্জিত সাফল্যের কথা স্মরণ করে আল-শারান বলেন, উৎসবে কৃষকদের মার্কেটিংয়ের সুযোগ তৈরি হয়েছে এবং এর মাধ্যমে আলজাওফের পণ্যগুলো স্থানীয় ও বাইরের এলাকাগুলোতে পরিচিত হচ্ছে।
সূত্র : আলআরাবিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।