জালে ধরা পড়লো ১৯ কেজির দাতিনা মাছ, বিক্রি হলো যত টাকায়

Datina fish

জুমবাংলা ডেস্ক : বরগুনার পাথরঘাটা ১৯ কেজি ওজনের একটি দাতিনা মাছ ৩ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়া মাছটি রোববার সকাল ৮টার দিকে পাথরঘাটা বিএফডিসি বাজারে নিলামের মাধ্যমে এক মাছ ব্যবসায়ী তা কিনে নেন।

Datina fish

ট্রলার মালিক মোস্তফা আলম জানান, ১০ দিন আগে তার ট্রলারে জেলেরা সাগরে মাছ ধরতে যান। এসময় জালে এ মাছটি ধরা পড়ে। আজ সকালে পাথরঘাটা পাইকারি বিএফডিসির মাছ বাজারে নিলামে বিক্রির সময় ৯ জন ক্রেতা উপস্থিত হন। এসময় মাছটি ৩ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়। তিনি আরও জানান, খুচরা বাজারে প্রতি কেজির দাম ৭০০ টাকা। সেই হিসেবে দাম আসে ১৩ হাজার ৩০০ টাকা। অথচ মাছের মধ্যে যে বালিশটি (পেটা) থাকে তার দাম ৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।

ক্রেতা মোহাম্মদ ছলেমান বলেন, ‘এই মাছটি পাথরঘাটা থেকে কক্সবাজারে মহাজনের কাছে পাঠানো হবে। সেখান থেকে বিদেশে রপ্তানি করা হবে। আমরা শুধু মাছ বিক্রি করি। কিন্তু এই মাছের দাম সম্পর্কে আজ পর্যন্ত আমরা জানতে পারিনি।’

পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ শিকদার জানান, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, এই মাছ দিয়ে ওপেন হার্ট সার্জারির সুতা তৈরি করা হয়। এ কারণে বিদেশে এই মাছের খুব চাহিদা।

কক্সবাজার ফিসারি ঘাটের রপ্তানিকারক মহাজন আব্দুল হাই বলেন, ‘বিদেশে এই মাছটির দাম হবে কমপক্ষে ৫ লাখ টাকা। বিদেশিরা এই মাছ হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করে এবং মাছের পেটা বিভিন্ন কোম্পানির কাছে দেওয়া হয়।’ তারা বিশেষ ধরনের সার্জারি সুতা তৈরি করে বলে জানান তিনি।