স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের দাপুটে ব্যাটার ডেভিড ম্যালান। তবে এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না তিনি। চলতি বিপিএলে এখন পর্যন্ত একটার বেশি ম্যাচ খেলতে পারেননি।
এতে কিছুটা হতাশ হওয়ার কথা ম্যালানের। তবে এই ইংলিশ ক্রিকেটার বরং বিপিএলের প্রতি কৃতজ্ঞ। শুধু বিপিএল-ই নয়, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রতিও তার কৃতজ্ঞতার শেষ নেই।
শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামে ফরচুন বরিশালের অনুশীলনের একপর্যায়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ম্যালান বলেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের বিশেষ একটি অবস্থান আছে। এখানে আমি ১০-১১ বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলেছি। পাকিস্তান সুপার লিগের মতো এই লিগও আমাকে ব্যাটসম্যান হিসেবে নিজের উন্নতি ঘটাতে, ভিন্ন ভিন্ন কন্ডিশনে ভালো করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ম্যালান। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণে খেলেছেন ১১৪ ম্যাচ।
ইংল্যান্ডের জার্সিতে তার অভিষেক হয় ৩০ বছর বয়সে। এর আগে নিয়মিত খেলেছেন বিপিএল ও ডিপিএলে। জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের এই লিগগুলোতে তার পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছিল।
তাই বিপিএল-ডিপিএলের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ ম্যালান, ‘আমি বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশের ক্রিকেটের প্রতি সব সময়ই কৃতজ্ঞ, তারা আমাকে খেলার সুযোগ করে দিয়ে উন্নতি করতে সাহায্য করেছে। এই সাহায্যটা না পেলে আমি যে খেলোয়াড় হয়ে উঠেছি, সেটা হয়তো হতে পারতাম না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।