সিঁড়ির দেওয়াল বেয়ে উপরে উঠছে বিশাল আকৃতির সাপ, তুমুল ভাইরাল ভিডিও

বিশাল আকৃতির সাপ

জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয় অগণিত সাপের ভিডিও। তাদের বিভিন্ন অবাক করা কীর্তি এখন মন জয় করে নেয় নেটিজেনদের। তবে সাপ দেখলেই গা শিউরে কিংবা হাড়হিম হয়ে যাওয়ার মতো কিন্তু ব্যাপার ঘটেই থাকে।

বিশাল আকৃতির সাপ

আগে যদিও এই ধরণের ভিডিও দেখতে চাইতেন না নেটিজেনরা কেউই। কিন্তু বর্তমানে সাপেদের নিয়ে প্রতিদিন বিভিন্ন ভিডিও দেখছেন নেটিজেনরা। আর সোশ্যাল মিডিয়া ভালোই সেই কাজ পূরণ করেছে।

কিন্তু এবার যে ভিডিওটি ভাইরাল হলো তা সত্যি অন্যরকম ও ভয়ঙ্কর। কারণ এর আগে এই ধরণের কোনো ভিডিও দেখেনি নেটিজেনরা। টুইটারের মাধ্যমে আইপিএস অফিসার সুশান্ত নন্দা শেয়ার করেছেন বিরল দৃশ্য। যেখানে দেখা গেল এক বিশাল বড়ো কালো রঙের পাইথন সাপ সিঁড়ি দিয়ে ওঠার পাশের দেওয়ালে পেঁচিয়ে আছে। কি বিশ্বাস হচ্ছে না তাই তো?

সিঁড়ির পাশের দেওয়ালে এমন ভাবে যে পেঁচিয়ে আছে যার ফলে সাপের মুখটা দেখা যাচ্ছে না। ক্যাপশনে সুশান্ত বাবু লিখেছেন -‘উপরে ওঠার জন্য সবসময় সিঁড়ির প্রয়োজন হয় না’। ২৪ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে এই ভিডিওতে।

অভিনব কায়দায় ছোট্ট মেয়েকে নিয়ে সাইকেল চালাচ্ছেন মা, তুমুল ভাইরাল ভিডিও

সাথেই ভিডিওটিতে প্রচুর রি-টুইট ও কমেন্ট এসেছে। তবে নেটিজেনরা বেশ মজার কমেন্ট করেছে। যেমন কেউ লিখেছে -‘আমার সিঁড়িতে এমন একটা সাপ থাকলে কি করতাম নিজেও জানি না।’ আবার অন্য একজন লিখেছেন -‘যিনি ভিডিওটা করেছে তার সাহসকে অনেক প্রণাম’। তবে অনেকেই কিন্তু এই ভিডিও ফেক বলেছেন যদিও তেমন কিছু প্রমাণিত হয়নি। দেখুন সুন্দর ও ভয়ঙ্কর এই ভিডিও আর কমেন্ট করে জানান কেমন লাগলো আপনার।