বিনোদন ডেস্ক : ক্রমাগত ঢাকায় ভিড় বাড়ছে কলকাতার অভিনয়শিল্পীদের। আরেকটু যদি সুনির্দিষ্টভাবে বলা যায়, সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নায়িকাদের ভিড় বাড়ছে ঢাকায়। ক্রমেই এই স্রোত বেড়ে চলেছে। প্রশ্ন উঠেছে, কলকাতার ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্র কম বলেই কি তারা ঢাকামুখী হচ্ছেন, নাকি ঢাকার নির্মাতা কিংবা নায়কদের আগ্রহই কলকাতার নায়িকাদের দিকে।
গত ঈদে শাকিব খানের প্রিয়তমা চলচ্চিত্রটি মুক্তি পায়। এই সিনেমায় কলকাতার একজন টেলিভিশন অভিনেত্রী শাকিবের সঙ্গে অভিনয় করেন। এর আগে অন্তরাত্মা চলচ্চিত্রে দর্শনা বণিক ছিলেন শাকিবের নায়িকা। যদিও ছবিটি মুক্তি পায়নি। এর আগে শাকিব খান কলকাতার শ্রাবন্তী ও সায়ন্তিকার সঙ্গে সিনেমা করেছেন। কলকাতার আলোচিত সব অভিনেত্রীই শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
স্বস্তিকা মুখার্জিও ১৩ বছর আগে এফআই মানিকের ‘সবার উপরে মা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খানের সঙ্গে। সর্বশেষ শাকিবের সঙ্গে মিমি চক্রবর্তী অভিনয় করতে যাচ্ছেন। যে ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। অবশ্য প্যান ইন্ডিয়ান ছবি দরদ-এ শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান।
চিত্রনায়ক নিরব প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করেছেন। করেছেন ঋতুপর্ণার সঙ্গে। মিমি চক্রবর্তীর সঙ্গে করেছেন মিউজিক ভিডিও। সামনে আরও একজন কলকাতার নায়িকার সঙ্গে কাজ করতে যাচ্ছেন। এর মাঝে ঋতুপর্ণা সেনগুপ্ত নিয়মিত অভিনয় করছেন বাংলাদেশের ছবিতে। এখনো কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। কিছুদিন আগে সায়ন্তিকা এসেছিলেন ঢাকায়। তিনি জায়েদ খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন। যদিও সেটি মুক্তির আলো দেখবে কি না, বলা যায় না। এর মধ্যে শাকিবের সঙ্গে মিমির কথা শোনা গেল, ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। অন্যদিকে, সিয়াম আহমেদের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা ইধিকা পাল, এর আগে ইধিকা পাল শরীফুল রাজের সঙ্গে আরেকটি ছবিতে কাজ করেছেন। খুব অল্প সময়ে ইধিকা এ দেশের তিন ছবিতে কাজ করলেন।
বাংলাদেশে কলকাতার শিল্পীদের আনাগোনা বেশ আগে থেকে। তবে সাম্প্রতিক সময়ে এই স্রোতটা বেশি। এর কারণ হিসেবে বেশ কয়েক ধরনের কথা প্রচলিত রয়েছে। বাংলাদেশের নায়িকারা শুটিংসেটে নানা রকম ঝামেলা করেন, নানা রকম বায়না রাখেন আবার শিডিউল ফাঁসিয়ে দেন। ফলে কলকাতা থেকে নায়িকারা এসে টাইম টু টাইম কাজ করে চলে যান কোনো ঝামেলা নেই। এমনই ভাষ্য চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের। তিনি বললেন, প্রথমত, বাংলাদেশে নায়িকা সংকট। আর বাংলাদেশি নায়িকারা অধিকাংশই ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে গেছেন। বিচ্ছেদ, মামলা, টাইমিং সমস্যা রয়েছে। এসব কারণে নির্মাতারা ঝামেলামুক্তভাবে শুটিং শেষ করতে ভারতীয় নায়িকাদের নিয়ে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিত্রনায়ক বললেন, এই স্রোত আরও বাড়বে। কেননা নায়িকা সংকট, ইমেজ সংকট; আর বাজেট একটা বিষয়। একজন নায়কের সঙ্গে যে ধরনের নায়িকা মানাবে, সেটা বাংলাদেশে নিতে গেলে বাজেটে কুলাবে না। কিন্তু অনায়াসে কলকাতা থেকে নায়িকা পাওয়া যাবে। এ ছাড়া মিডিয়া কাভারেজের বিষয়টিও হয়তো কলকাতার নায়িকাকে নিলে বেশি পাওয়া যায়।
অন্যদিকে জয়া আহসান, রাফিয়া রশীদ মিথিলা, বিদ্যা সিনহা সাহা মিম, আজমেরী হক বাঁধনরাও ভারতের চলচ্চিত্রে কাজ করছেন। নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক কলকাতার নায়িকা কৌশানিকে নিয়ে ‘ডার্ক ওয়ার্ল্ড’ চলচ্চিত্র নির্মাণ করছেন। এই ছবিতে মাহিয়া মাহির অভিনয় করার কথা ছিল। এ প্রসঙ্গে মানিক বলছেন, ‘আমার সিনেমায় তো মাহির অভিনয় করার কথা ছিল। হলো না। আমি নতুন একটা অভিজ্ঞতা নেওয়ার জন্যই কলকাতার নায়িকাকে নিয়েছি। তারা দারুণ কমিটেড। খুবই চমৎকারভাবে কাজ করেছে। এই অভিজ্ঞতা আমার বেশ ভালো। অভিনয়েও দারুণ দক্ষ। তার মানে এই নয় যে দেশি শিল্পীদের আমি কম দক্ষ মনে করি। তারাও বেশ দক্ষ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।