দীর্ঘ সময়ের জঞ্জাল দেড় বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ৫৪ বছরের জঞ্জাল দেড় বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। এই সময়ে যতটুকু সম্ভব তা করা হয়েছে। তাই দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই।
নিজ দফতরের কাজের বিষয়ে এ সময় তিনি বলেন, পলিথিন নিষিদ্ধের আইন ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটি বাস্তবায়ন করেছে, এটাই সংস্কার। সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা দেয়ায় প্রাণবৈচিত্র্য ফিরেছে এটাও সংস্কার, কিন্তু কোনো পরিবেশবাদী এর পক্ষে দাঁড়ায়নি। চারটি নদী এবং ২০টি খাল দূষণকারী ৭৫০ শিল্প প্রতিষ্ঠানকে শনাক্ত করা হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থাগ্রহণ চলমান।
এছাড়া বায়ুদূষণ রোধে অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগগুলো তিন বছর বজায় রাখতে পারলে দূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলেও দাবি করেন উপদেষ্টা রিজওয়ানা।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পান্থকুঞ্জ পার্কে র্যাম্প স্থাপন নিয়ে তিনি বলেন, র্যাম্প হওয়ার সিদ্ধান্ত ছিল বিগত সরকারের, র্যাম্প হবে না এই সিদ্ধান্ত বর্তমান সরকারের। আদালতও এই কাজে স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু পুরোটা বাতিল করলে অর্থনৈতিক ক্ষতি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাই পুরোপুরি বন্ধ করা কঠিন বলেও জানান রিজওয়ানা হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


