বিনোদন ডেস্ক : মার্কিন জনপ্রিয় টিভি সিরিজ ‘ডেইজ অব আওয়ার লাইভস’ এবং ‘জেন দ্য ভার্জিন’-এ অভিনয় করে পরিচিতি পাওয়া ফ্রান্সিসকো সান মার্টিন আর নেই। গত ১৬ জানুয়ারি অভিনেতার লস অ্যাঞ্জেলসের বাড়িতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ফ্রান্সিসকো সান মার্টিনের বয়স হয়েছিল ৩৯ বছর। মার্টিনের ভক্তরা তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তদন্ত চেয়েছেন।
ডেডলাইনের প্রতিবেদন থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে,ফ্রান্সিসকো সান মার্টিন আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘লিগেচার হ্যাংগিং’। তবে কী কারণে এমন মৃত্যু বেছে নিলেন, তা নিয়ে কিছুই জানানো হয়নি।
সান মার্টিন অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ডেজ অব আওয়ার লাইভস’-এ দারিও হার্নান্দেজ চরিত্র এবং ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’-এ মাতেও চরিত্র। এছাড়া তিনি সিডব্লিউ-এর জনপ্রিয় সিরিজ ‘জেইন দ্য ভার্জিন’-এ গিনা রড্রিগেজের বিপরীতে অভিনয় করেছিলেন। সেখানে তিনি একজন টেলেনোভেলা তারকার ভূমিকায় দর্শককে মুগ্ধ করেন।
স্কুলের নাটকে স্বামী-স্ত্রী সেজেছিলেন দুই বন্ধু, ২০ বছর পর পরিণতিতে হতবাক সবাই
তিনি ২০১৩ সালের এইচবিও ফিচার ফিল্ম ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’-তেও অভিনয় করেন তিনি। স্টিভেন সোডারবার্গ পরিচালিত সেই ছবিতে মাইকেল ডগলাস ও ম্যাট ডেমনের মতো বিখ্যাত অভিনেতাদের সাথে দেখা গেছে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।