বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে। বর্তমানে তাদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গ্রেপ্তার দেখানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এদিকে, ডিবি হেফাজতে নেওয়ার পর শুক্রবার সকালে তার পেজ থেকে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। পেজ থেকে তার আটক সংক্রান্ত কোনো পোস্ট দেওয়া হয়নি। তবে তার পেজের কোনো অ্যাডমিন আছে কি-না, তা জানা যায়নি।
অন্যদিকে, সাবা ও শাওন এখনও ডিবি হেফজতে রয়েছেন বলে দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আলো আসবেই গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সোহানা সাবাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার ডিবি হেফাজতে নেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।