হাওড়ে ফুটবল খেললেন ডিবিপ্রধান হারুন, গোল দিয়ে জেতালেন ম্যাচ

জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইনে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশিদ। যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান।

শুক্রবার (২ জুন) বিকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রেসিডেন্ট রিসোর্ট খেলার মাঠে প্রয়াত মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেম স্মৃতি টুর্নামেন্ট নামে এই ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটি হারুন অর রশিদ উদ্বোধন করেন।

রোদ বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই হাজার হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাঠে জড়ো হন।

এ সময় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, নায়ক রুবেল, জায়েদ খান, নায়িকা শিরিন শিলা, জলিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আরও ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

খেলায় হোসেনপুর একাদশ বনাম নবাবপুর একাদশের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে হোসেনপুর একাদশের পক্ষে হারুন অর রশীদ মাঠ কাঁপিয়ে তোলেন। খেলার হাফ টাইমের পূর্বেই হারুন বল নিয়ে নবাবপুর একাদশকে ১-০ গোলে এগিয়ে দেন। বিরতির পর আর কোনো গোল না হওয়ায় হারুনের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে হোসেনপুর একাদশ।

এ দিকে হারুন অর রশিদ শীঘ্রই নিজের এবং স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। ইতোমধ্যে তার চিকিৎসার জন্য ১৩ দিনের ছুটি মঞ্জুর করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশ যাওয়ার আগেই জমকালো এই টুর্নামেন্ট খেললেন তিনি।

৫০ বছরের দাদিকে বিয়ে করল ১৭ বছরের নাতি!