জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রতারণার চেষ্টা করার সময় তাঁদের আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন- রংপুর সদরের কামাল কাছনা এলাকার আব্দুর ছাত্তারের ছেলে মোস্তাফিজুর রহমান (৩২) এবং পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার আলিমুদ্দিনের ছেলে খলিলুর রহমান (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই এলাকার এক মহিলার কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালান ওই দুই ব্যক্তি। তাঁদের আচরণে সন্দেহ হলে বিষয়টি এলাকাবাসীকে জানালে প্রতারক দুজনকে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটক মোস্তাফিজুর রহমান একজন প্রতারক। এর আগেও সে কখনো র্যাবের পোশাক পরিধান করে আবার কোথাও ডিবি পরিচয় দিয়ে একাধিক জায়গায় প্রতারণা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাঁদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।