ডিবি কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের গিয়েছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে তিনি আধা ঘণ্টার বেশি সময় অবস্থান করেন।

দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পিটার হাস এসেছিলেন। কিছু সময় থেকে তিনি চলে যান। এটা নিয়মিত ভিজিটের একটি অংশ। সব রাষ্ট্রদূতই এমন ভিজিট করেন।’

কুমার শানুর গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললেন এই যুবতী

পিটার হাস সিটিটিসিতেও গিয়েছিলেন বলে ঢাকা টাইমসকে জানান সিটিটিসির যুগ্ম-কমিশনার এ এইচ এম কামরুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের ডগ স্কোয়াডের (কে-৯) একটা প্রশিক্ষণ ছিল। সেখানে তিনি এসেছিলেন।’