Advertisement
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ শাখা গোয়েন্দা বিভাগে (ডিবি) পদায়ন করা হয়েছে চার পরিদর্শককে (নিরস্ত্র)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল কার্যকর করা হয়।
পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ তাসলিমা আক্তার, দারুসসালাম থানার অফিসার ইনচার্জ রকিব উল হোসেন, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রুমন ও বনানী থানার অফিসার ইনচার্জ মো. রাসেল সরোয়ার।
আদেশে বলা হয়েছে, এই চার কর্মকর্তাকে তাদের পূর্বের দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির গুরুত্বপূর্ণ শাখা গোয়েন্দা বিভাগে (ডিবি) পদায়ন করা হলো।
পুলিশের কার্যক্রমে গতিশীলতা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আদেশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



