‘ডেডবডি’র ট্রেলারেই উত্তাল নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

Deadbody

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে একগুচ্ছ সিনেমা। এর মধ্যে অন্যতম হলো ওমর সানী অভিনীত সিনেমা ‘ডেডবডি’। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর ট্রেলার মুক্তির পর রীতিমতো উত্তাল নেটদুনিয়া। ‘ডেডবডি’র ট্রেলারের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

Deadbody

মূলত ভৌতিক গল্পের ওপর নির্মিত হয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। আগেই সিনেমাটি নিয়ে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন নির্মাতা।

সেসময় ইকবাল বলেছিলেন ‘ডেড বডি’ দেখার পর যদি কেউ বলতে পারেন এর নির্মাণ খারাপ, তাহলে জীবনে আর সিনেমা নির্মাণ করব না। এফডিসিতে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম। আমি অন্যদের মতো না। কথা দিলে তা রাখি।

ট্রেলারের ভিডিওতে যেমন ভৌতিক রহস্য লুকিয়ে আছে, তেমনি অ্যাকশন এবং রোমান্টিকতার ছোঁয়াও রয়েছে। বলা যায়, ট্রেলারেই যেন বাজিমাত করেছে ‘ডেডবডি’র। অনেকেই ট্রেলারটি দেখে প্রশংসা করেছেন। পাশাপাশি নির্মাণেরও।

Dead Body | Official Trailer | MD. Iqbal

এ প্রসঙ্গে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমাদের ছোট ভাই মোহাম্মদ ইকবাল সিনেমাটি হলিউডের স্টাইলে বানিয়েছে। অ্যানিমেশনগুলো দুর্দান্ত হয়েছে! আমার মন বলছে এ সিনেমা ঈদে খুব ভালো ব্যবসা করবে।

অ্যাকশন, রোমান্সে ভরপুর সিনেমাটির দুটি পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টার দুটিতে ছিল রহস্য, অ্যাকশনের আভাস। ‘ডেডবডি’ সিনেমায় বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন শ্যামল মাওলা।

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

প্রসঙ্গত, ওমর সানী-শ্যামল ছাড়া ‘ডেডবডি’ সিনেমায় আরও অভিনয় করেছেন— মিশা সওদাগর, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার এনিসহ অনেকে।