জুমবাংলা ডেস্ক : চুক্তি ছিল আগেই। সেই চুক্তি অনুযায়ী হোটেলগুলোতে পাঠানোর কথা মুরগি। কিন্তু মৃত মুরগি পাঠাচ্ছিলেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। এক দিনে প্রায় ৫০০ মরা মুরগি সরবরাহ করছেন তিনি। এর ওজন প্রায় ৪০০ কেজি।
মরা মুরগি সরবরাহ করার সময় সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। হাতেনাতে আটক করা হয় রফিকুলকে। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এমন ঘটনা ঘটেছে মাগুরা শহরের পুরাতন বাজারে। আজ বুধবার সকালে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন কার্যালয়ের ম্যাজিস্ট্রেট অভি দাসের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
মাগুরা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ কামরুজ্জামান জানান, পুরাতন বাজারের ব্যবসায়ী রফিকুল বাইরে থেকে মরা মুরগি এনে হোটেলগুলোতে সরবরাহ করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আজ বুধবার ঘটনার সত্যতা মেলে। এ সময় জেলা প্রশাসনের কার্যালয়ের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকানের মালিক রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট অভি দাস বলেন, ৪০০ কেজির বেশি মৃত মুরগি জব্দ করা হয়েছে। ব্যবসায়ী রফিকুল ইসলামকে এক মাসের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।