বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : POCO মার্ভেল যুগলবন্দীর পর ভারতে তাদের POCO F6 Deadpool Edition লঞ্চ করেছে। এই ফোনের বিশেষত হল এর ব্যাক প্যানেলে ডেডপুল এবং উলভারিন ডিজাইন দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি বিশেষ করে ভারতের জন্য এক্সক্লুসিভভাবে বানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO F6 স্মার্টফোনের ডেডপুল এডিশনের দাম, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
POCO F6 এর ডেডপুল এডিশনের দাম এবং সেল
ভারতে POCO F6 স্মার্টফোনের ডেডপুল লিমিটেড এডিশনের দাম 33,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি 12GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আগামী 7 আগস্ট থেকে ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।
ভারতীয় ইউজাররা এই ফোন HDFC ব্যাঙ্ক, এক্সিস ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে 4,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হতে পারে।
অফারের পর POCO F6 Deadpool Limited Edition স্মার্টফোনটি মাত্র 29,999 টাকা দামে পাওয়া যাবে।
POCO F6 এর ডেডপুল এডিশনের ফিচার
ডেডপুল এডিশনের মধ্যে POCO F6 স্মার্টফোনের ব্যাক প্যানেলে রেট কালার দেওয়া হতে পারে। এই ফোনে ডেডপুল এবং ওলভারিন ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা মডিউলে LED ফ্ল্যাশ রিঙের মধ্যে ডেডপুলের চোখ রয়েছে। এই ফোনের এজ ব্ল্যাক কালারের ফলে রেড-ব্ল্যাক থিম দেখা যায়। এই ফোনের চার্জারে ডেডপুল লোগো এবং সিম ইজেক্টর পিনটি ডেডপুলের মাস্কের ডিজাইন দেওয়া হয়েছে।
POCO F6 এর ডেডপুল এডিশনের স্পেসিফিকেশন
POCO F6 ফোনের ডেডপুল এডিশনের স্পেসিফিকেশন আগের মতোই রয়েছে। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।
108MP ক্যামেরা সহ বাজারে লঞ্চ হচ্ছে POCO M6 Plus 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত
ডিসপ্লে: POCO F6 স্মার্টফোনের ডেডপুল এডিশনে 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 2,400 নিটস পীক লোকাল ব্রাইটনেস দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে সুরক্ষার জন্য গোরিলা গ্লাস ভিক্টস প্রোটেকশন রয়েছে।
প্রসেসর: এই ফোনে 3GHz পর্যন্ত হাই ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট দেওয়া হয়েছে।
ক্যামেরা: POCO F6 5জি স্মার্টফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি এবং 8MP আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 20MP লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি: এই স্মার্টফোনে 90W ওয়্যার চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: এই স্মার্টফোনে ডুয়াল স্টিরিয় স্পিকার, ডলবি অ্যাটমস, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।