স্পোর্টস ডেস্ক : জীবন কতই না ঠুনকো! গতকাল তাঁর কাউন্টি ওরচেস্টারশায়ারের ‘সেকেন্ড ইলেভেনে’র হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচে খেলেছেন। তিনটা উইকেটও নিয়েছেন। অথচ আজ সেই জশ বেকারকে নিয়ে লিখতে হচ্ছে শোকগাথা! ২০ বছর বয়সেই অন্যলোকে পাড়ি জমিয়েছেন ইংলিশ বাঁহাতি স্পিনার!
ওরচেস্টারশায়ার আজ এক বিবৃতিতে জানিয়েছে জশ বেকারের মৃত্যুর খবর। কী কারণে হঠাৎ এভাবে মৃত্যু হলো তাঁর, সেটা ক্লাবটির বিবৃতি কিংবা ইংলিশ সংবাদমাধ্যমগুলোতে এখনো পাওয়া যায়নি।
সমারসেটের বিপক্ষে চারদিনের ম্যাচটির গতকাল ছিল তৃতীয় দিন। বেকারের মৃত্যুর খবরের পর স্বাভাবিকভাবেই আজ চতুর্থ দিনের খেলা বাতিল ঘোষণা করা হয়েছে।
Yesterday, Josh Baker was in the wickets for Worcestershire against Somerset in the Second Eleven Championship. Today, suddenly, he is gone. He was only 20. The match has been abandoned, of course. It is now a day for grief and reflection. pic.twitter.com/nDlEHhbNuk
— Wisden Almanack (@WisdenAlmanack) May 2, 2024
২০২১ সালে পেশাদার ক্রিকেটে পা রেখেছিলেন বেকার। অভিষেকের পর থেকে গত মাসে ডারহামের বিপক্ষে ম্যাচ পর্যন্ত প্রথম শ্রেণিতে ২২টি ম্যাচ খেলেছিলেন। কদিন আগেই ওরচেস্টারশায়ারের সঙ্গে চুক্তি সই করেছিলেন ২০২৫ পর্যন্ত।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও মাঝে মধ্যে ঝলক দেখানো বেকার ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলেও দুটি ম্যাচে খেলেছেন।
তাঁর এমন হঠাৎ মৃত্যুতে ইংল্যান্ডের ক্রিকেট ঢেকে গেছে শোকের চাদরে। ওরচেস্টারশায়ারের প্রধান নির্বাহী অ্যাশলি জাইলস বলেছেন, ‘জশের মৃত্যুর খবরটা আমাদের সবাইকে বিধ্বস্ত করে দিয়ে গেল। শুধুই একজন সতীর্থ তো নয়, ও আমাদের ক্রিকেট পরিবারেরই চোখের মণি ছিল। ওকে খুব বেশি করে মিস করব আমরা। জশের পরিবার আর বন্ধুদের জন্য এই কঠিন সময়ে প্রার্থনা, ভালোবাসা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।