সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

জুমবাংলা ডেস্ক : চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী।

বুধবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।

সর্বশেষ মারা যাওয়া ৬ বাংলাদেশি হজযাত্রী হলেন-

সৈয়দ নায়মুল হক (৬২), তার বাড়ি মাগুরার মোহাম্মদপুরে, তার পাসপোর্ট নম্বর এ০০৫৮২১২১। মো. আবদুল মতিন (৬০), তার বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জে, তার পাসপোর্ট নম্বর এ০৬৯৯৪৯৫৭। মো. আবুল হোসেন ভূইয়া (৭১), তার বাড়ি কুমিল্লার দেবীদ্বারে, তার পাসপোর্ট নম্বর এ০৫৮৯৭৭৭০। মো. শহিদুল্লাহ মণ্ডল (৭৬), তার বাড়ি বদরগঞ্জের রংপুরে, তার পাসপোর্ট নম্বর ইই০২০৩৬০১। মো. আবুল হাসেম (৬১), তার বাড়ি কুমিল্লার বরুড়ায়, তার পাসপোর্ট নম্বর এ০২৭৮৬৭৮৩। মাকফুরা খাতুন (৬১), তাব বাড়ি সাতক্ষীরা সদরে, তার পাসপোর্ট নম্বর এ০৫৩৩৭৮০৫।

এদিকে আজ বুধবার সকাল পর্যন্ত ৭৯ হাজার ৪৪ জন বাংলাদেশ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারিভাবে গেছেন ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারিভাবে গেছেন ৬৯ হাজার ৬৫৮ জন।

চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ কে বদলি