Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে দেশটির পেরাকের বান্দার মেরু রায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেবিপিএম) অপারেশন শাখার সহকারী পরিচালক সাবারোজি নোর আহমদ জানান, সোমবার সকালে খবর পেয়ে মেরু রায়া ফায়ার স্টেশনের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।
দুর্ঘটনার পর আহত ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। অন্য শ্রমিকরা তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং সাহায্যের চেষ্টা করে। অপারেশন দলের প্রধান আহত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেন এবং সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন।
কিন্তু আহত ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সাবারোজি নোর আহমদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।