জুমবাংলা ডেস্ক : নতুন বছর উপলক্ষ্যে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ সিয়াম (১৬) মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে।
এর আগে গত ৩১ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বাসার ছাদে নতুন বছর উপলক্ষ্যে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হয় সিয়াম। সোমবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের হাই ডিফেন্ডেন্সি ইউনিটিতে (এইচডিইউ) তার মৃত্যু হয়।
দগ্ধ সিয়ামের বাবা স্বপন বেপারী জানান, নতুন বছর উপলক্ষ্যে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে কেরোসিন তেলে আগুন ধরে যায়। পরে আগুন নেভাতে গিয়ে আমার দুই ভাইসহ আমার ছেলে দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে আমার দুই ভাইকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে সোমবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম মারা যায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, সিয়ামের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।