বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত কর্মীর মৃত্যু

kushtiya

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

kushtiya

নিহত ব্যক্তির নাম খোকন মোল্লা (৪০)। তিনি উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামের নওশের মোল্লার ছেলে।

খোকনকে নিজেদের কর্মী দাবি করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার।

এর আগে রোববার বেলা ৩টার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। এ ঘটনায় স্থানীয় জামায়াত কর্মীদের ঘর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরেই ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপি কর্মী রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলে আসছিল। তারা দুইজনই কমিটির আহবায়ক প্রার্থী ছিলেন।

অ্যাডহক কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিতে জামায়াত নেতা মুকুলের উপরে চাপ সৃষ্টি করছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে গত শনিবার রাতে মুকুলকে হুমকি দেয় নাসির। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকাল ৩টার দিকে বুড়াপাড়া স্কুল মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল গফুর উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি কর্মী-সমর্থকরা সেখানে গেলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে নাসিরের নেতৃত্বে তার লোকজন হামলা চালায়। এতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে খোকনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সকালে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা নেওয়ার পথেই খোকনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।