নিজস্ব প্রতিনিধি : দেশের জনপ্রিয় জাতীয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলা’র মানিকগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৪ জানুয়ারি) হুমকিদাতা আরিফ হেসেনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় সাধারণ অভিযোগ করেছেন ভুক্তভোগী।
![](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2023/01/image-103175-1672845726.jpg?resize=750%2C450&ssl=1)
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় ১০ চাকার বালুভর্তি ট্রাকের তথ্য নিতে যান এই সংবাদকর্মী। ট্রাকচালকরা জানান বালুভর্তি ট্রাকগুলো রনি ও তার পিতা আওলাদ হোসেনের। তথ্যসংগ্রহের জন্য তাদের থেকেই রনির নাম্বার নিয়ে রনিকে কল দেওয়া হয়। কল দেওয়ার দেড় ঘন্টা পরেই এক অপরিচিত নাম্বার (০১৭৩১৩৯৪৩৪৪) থেকে কল আসে।
কলটা রিসিভড করতেই আরিফ নামের এক ব্যাক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায় আরিফ হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্চনখোড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
এ ঘটনায় মানিকগঞ্জের কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।