আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ক্যালাবারে বাইকারদের স্টান্ট দেখতে গিয়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।
সেখানে একটি জনপ্রিয় কার্নিভালে বাইকারদের স্টান্ট দেখার জন্য মানুষ ভিড় করেছিলেন। ভিড়ের মধ্যে একটি গাড়ি চাপা দিলে ১৪ জন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ২৪ জন আহত হয়েছেন।
এ ঘটনার পরে কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়- সড়কে মৃতদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এক মাস ধরে চলা এ কার্নিভালে বেশ কিছু ইভেন্ট থাকে। ২০০৪ সাল থেকে এ কার্নিভাল শুরু হওয়ার পর তা দেশি-বিদেশি পর্যটকদের কাছে দারুণ সাড়া ফেলেছে।
এ কার্নিভালে যোগ দিতে ডিসেম্বরজুড়ে নানা দেশ থেকে পর্যটকরা নাইজেরিয়া ভিড় জমান। দুর্ঘটনার দিন বাইকারদের প্যারেড ছিল। নানা রঙ-বেরঙের পোশাক পরে হাজার হাজার মানুষ ওই প্যারেডে যোগ দিয়েছিলেন।
অন্যদিকে দেশটির পুলিশ জানায়, মদ্যপ একজন গাড়িচালক ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেন। তাকে গ্রেফতার করা হয়েছে।
দুর্ঘটনার পর ক্রস রিভার রাজ্যের গভর্নর ঐ দিনের প্যারেড বাতিল করেন এবং দ্রুত তদন্তের আহ্বান জানান। সূত্র: বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।