বিনোদন ডেস্ক : দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ভক্তদের জন্য বড় খবর। অবশেষে জানা গেল কবে মুক্তি পাচ্ছে ‘ধুমকেতু’। ২০১৬ সালে শ্যুটিং হয় এই ছবির। কিন্তু নানা কারণে গত ৬ বছর ধরে মুক্তি পিছিয়েছে। অবশেষে রবিবারের দুপুরে সুখবর দিয়েই দিলেন প্রযোজক রানা সরকার।
৪ কোটি খরচ করে ‘ধুমকেতু’র শ্যুট করেছিলেন রানা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। আজ ‘ধুমকেতু’র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন রানা। সিনেমার এক ঝলক দেখানো হয় নেট-নাগরিকদের। আর সেখানেই দেখা যায় একে-অপরকে চুমু খেতে ব্যস্ত দেব আর শুভশ্রী।
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা করেছিলেন এই ছবির। ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। বহুদিন ধরেই দেব-শুবশ্রীর ভক্তরা বারবার জানতে চেয়েছেন কবে আসবে ধুমকেতু। অবশেষে আজ সেটার উত্তর মিলল।
রানা জানালেন, ‘ছবি নিয়ে খুব উৎসাহী দেব-শুভশ্রী দু’জনেই। বাধা অনেকটাই কেটে গিয়েছে। এসভিএফের কর্ণধারও এগিয়ে এসেছেন সাহায্য করতে। শুধু মুম্বইয়ের একটা কোম্পানির তরফে কিছু বাধা আছে। সেটাও কাটা যাবে আশা করি জলদি।’
তবে লাইভে কম লোক থাকায় এদিন ছবির ঘোষণা নিয়ে সেরকম কথা বলেননি রানা। বরং দর্শকদের অনুরোধ করেন পরের সপ্তাহে তিনি যখন লাইভে আসেন তখন যেন আরও বেশি দর্শক আসে লাইভে। সঙ্গে জানান, তিনি চেষ্টা করছেন বাংলাদেশ আর ভারত দুটো জায়গাতেই ছবিটা মুক্তি যাতে পায় সেটার চেষ্টা করবেন।
দর্শকদের আরও এগিয়ে আসতে, এই ব্যাপারে আরও উদ্যোগী হতেই অনুরোধ জানান রানা। সঙ্গে আভাস দিয়ে যান ‘কিশমিশ মুক্তি পাওয়ার পরেই দেবের সাথে আলোচনা করে ছবি মুক্তির তারিখ ঠিক করার চেষ্টা করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।