সাইফুল ইসলাম: অন্তবর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশীদের একান্ত সচিব (পিএস) হিসেবে মো. মাহমুদ হাসানকে নিয়োগ দেয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
গত ১৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে ১৮ আগস্ট সমাজকল্যাণ উপদেষ্টার পিএস হিসেবে যোগদান করেন মো. মাহমুদ হাসান।
মো. মাহমুদ হাসানকে সমাজকল্যাণ উপদেষ্টার পিএস নিয়োগ দেয়ার পর পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগে (আইএমইডি) কর্মজীবি সমিতির পক্ষ থেকে গত ১৮ আগস্ট সমাজকল্যাণ উপদেষ্টাকে লিখিতভাবে আপত্তি জানানো হয়।
ওই আপত্তিপত্রে আইএমইডি’র দুইজন পরিচালক, একজন উপ-পরিচালক, তিনজন সহকারি পরিচালক ও চারজন মূল্যায়ন কর্মকর্তা স্বাক্ষর করেন।
আপত্তিপত্রে তারা জানান, মো. মাহমুদ হাসান একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। আইএমইডি’তে সচিব আবু হেনা মুর্শেদ জামান (বর্তমান স্থানীয় সরকার সচিব) থাকাবস্থায় মো. মাহমুদ হাসান দুর্নীতির সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতোপূর্বে তাদের দুই জনের দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে আইএমইডি সহ সরকারী চাকরীজীবিদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ফলে মো. মাহমুদ হাসানকে একজন উপদেষ্টার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিলে অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট হবে। এরই প্রেক্ষিতে মো. মাহমুদ হাসানের মত একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে সমাজকল্যাণ উপদেষ্টার একান্ত সচিব হিসেবে নিয়োগ না দেয়ার জন্য বিশেষ অনুরোধ করেন আইএমইডির কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।