বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যাপল সম্প্রতি ডেভেলপারদের জন্য আইওএস ১৮.২ অপারেটিং সিস্টেমের চতুর্থ বেটা ভার্সনটি রিলিজ করেছে। অ্যাপল আগেই জানিয়েছে আইওএস ১৮.২-এর পূর্ণাঙ্গ সংস্করণটি (ফাইনাল ভার্সন) তাঁরা চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরে নিয়ে আসতে যাচ্ছে। তবে কবে নাগাদ ফাইনাল ভার্সনটি অ্যাপল ব্যবহারকারীরা তাদের আইওএস ডিভাইসে ইন্সটল করতে পারবেন এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে যখনই আসুক, আইওএস ১৮.২ নিয়ে ব্যবহারকারীদের মাঝে আগ্রহ ও উচ্ছ্বাসের শেষ নেই। আর এই উচ্ছ্বাসের পেছনের কারণগুলো জানাই এই আলোচনার মূল উদ্দেশ্য। তার আগে অবশ্য ১৮.২-এর রিলিজ সম্পর্কিত সাম্প্রতিক কিছু তথ্য জেনে নেওয়া যাক।
কবে আসছে আইওএস ১৮.২ অপারেটিং সিস্টেম?
আগেই উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরের কোনো এক সময় আইওএস-এর নতুন এই আপডেটটি পাওয়া যাবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অ্যাপল। অর্থাৎ সেটা ডিসেম্বর মাসের যেকোনো তারিখে হতে পারে। তবে অ্যাপল সংশ্লিষ্ট বিশ্বস্ত কয়েকটি সূত্র জানাচ্ছে, মাসের প্রথম সপ্তাহে না হলেও মাঝামাঝিতে রিলিজ পেতে পারে আইওএস ১৮.২।
অ্যাপল সম্পর্কিত পণ্যের ক্ষেত্রে বিশ্বস্ত একটি সূত্র হচ্ছে ব্লুমবার্গের মার্ক গারম্যান। সম্প্রতি গারম্যান জানিয়েছেন যে, অপ্রত্যাশিত কোনো কারণে বিলম্ব না হলে ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হওয়া সপ্তাহেই রিলিজ হতে পারে আইওএস ১৮.২ অপারেটিং সিস্টেমের পূর্ণাঙ্গ সংস্করণটি। তবে কোনো প্রকার বিলম্ব হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না।
ডিসেম্বরের ২ তারিখ অর্থাৎ আজ (সোমবার) পালিত হচ্ছে চলতি বছরের ‘সাইবার মানডে’। তার আগে গত শুক্রবার ছিল ‘ব্ল্যাক ফ্রাইডে’। আমেরিকায় ‘থ্যাংকসগিভিং ডে’ উদযাপনের পরবর্তী শুক্রবার ‘ব্ল্যাক ফ্রাইডে’ এবং পরবর্তী সোমবার ‘সাইবার মানডে’ পালন করা হয়। এই দুটোই দেশটিতে কেনাকাটার বড় উপলক্ষ। পাশাপাশি এ সময় অনেকেই ছুটিতে ঘুরতে যান।
তাই এই সপ্তাহে আইওএস-এর মতো গুরুত্বপূর্ণ নতুন আপডেট রিলিজ না-ও করতে পারে অ্যাপল। কেননা এই ধরণের বড় কোনো রিলিজের আগে শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করতে হয় যার জন্য দরকার হয় পুরো টিমের সাপোর্ট। বিশেষ করে বর্তমানে যে পাবলিক বেটা ভার্সন ও ডেভেলপার বেটা ভার্সন রয়েছে সেগুলোকে ফাইনাল ভার্সনের খুব কাছাকাছি বলা যাচ্ছে না। ফলে অনেকেই ধারণা করছেন মাসের দ্বিতীয় সোমবার (ডিসেম্বর ৯) কিংবা তৃতীয় সোমবার (ডিসেম্বর ১৬) থেকে শুরু হওয়া সপ্তাহেই আসতে যাচ্ছে আইওএস ১৮.২ এর ফাইনাল ভার্সন। মোট কথা হচ্ছে, অ্যাপলের জন্য আইওএস ১৮.২ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আপডেট, তাই পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে এটি রিলিজ দিবে এমন সম্ভাবনা নেই বললেই চলে।
আইওএস ১৮.২ নিয়ে আগ্রহের মূল কারণ কী?
আইওএস ১৮.২ নিয়ে উচ্ছ্বাস, উদ্দীপনার মূল কারণ অবশ্যই অ্যাপলের এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’। অক্টোবরের ২৮ তারিখে আইওএস ১৮.১ এর ফাইনাল ভার্সনটি রিলিজ করার মাধ্যমে অ্যাপল আনুষ্ঠানিকভাবে আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইস ব্যবহারকারীদেরকে অ্যাপল ইন্টেলিজেন্স-ভিত্তিক বিভিন্ন এআই ফিচার ব্যবহারের সুযোগ করে দেয়। অর্থাৎ আইওএস ১৮.১-এর মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্স-এর প্রথম ব্যাচের কিছু ফিচার উন্মুক্ত হয়েছে
এবার দ্বিতীয় ব্যাচের বেশ কিছু ফিচার উন্মুক্ত হতে চলেছে আইওএস ১৮.২ রিলিজের মাধ্যমে। নতুন এই আপডেটের মাধ্যমে সম্ভাব্য যে ফিচারগুলো অ্যাপল ব্যবহারকারীরা পেতে যাচ্ছেন সেগুলো নিয়ে এবার আলোচনা করা যাক।
আইওএস ১৮.২ এর ফিচারসমূহ
জেনমোজি
ইমোজি জেনারেট করার ফিচার হচ্ছে জেনমোজি। ডিভাইসে আইওএস ১৮.২ ইন্সটল করে ব্যবহারকারীরা জেনমোজি ফিচারটির কল্যাণে নিজেদের ইচ্ছেমতো ইমোজি তৈরি করে নিতে পারবেন। আপনি কেমন ইমোজি চাচ্ছেন সেটা লিখে দিলেই তৈরি হয়ে যাবে ইমোজি, যেটা আপনি ডিভাইসের বিভিন্ন অ্যাপে ব্যবহার করতে পারবেন।
ইমেজ প্লেগ্রাউন্ড
খুবই মজার একটি ফিচার হচ্ছে ইমেজ প্লেগ্রাউন্ড। এর মাধ্যমে এআই সক্ষমতাকে কাজে লাগিয়ে তৈরি করা যাবে বিভিন্ন চিত্র, অ্যানিমেশন ও স্কেচ। শুধুমাত্র টেক্সট লিখে কয়েক সেকেন্ডের মধ্যেই তিনটি ভিন্ন স্টাইলে- অ্যানিমেশন, স্কেচ ও ইলাসট্রেশন- তৈরি করা যাবে মনের মতো ছবি বা ইমেজ। অর্থাৎ প্রম্পট লিখেই জেনারেট করা যাবে ছবি, যেমনটা পিক্সেল ৯ ফোনে পিক্সেল স্টুডিও ব্যবহার করে করা যায়। ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ একটি স্বতন্ত্র অ্যাপ হিসেবে যেমন ডিভাইসে থাকবে তেমনি এটি মেসেজ ও মেইল অ্যাপেও সমন্বিত থাকবে।
ডিজিটাল অ্যাসিসট্যান্ট সিরি’তে আসছে চ্যাটজিপিটি
জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির সাপোর্ট আইফোনে আসতে যাচ্ছে বলে অ্যাপল ঘোষণা দেয় গত জুনে অনুষ্ঠিত তাঁদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে। ইতোমধ্যেই আইওএস ১৮.২ বেটা ভার্সনে দেখা গেছে চ্যাটজিপিটি’র সাপোর্ট। অ্যাপলের ডিজিটাল অ্যাসিসট্যান্ট সিরি এখন সরাসরি কথা বলতে পারছে চ্যাটজিপিটির সাথে। বিভিন্ন প্রশ্ন করে পাচ্ছে বুদ্ধিদীপ্ত উত্তর-ও। এমনকি পর্দায় দেখানো কোনো ছবি সম্পর্কে জানতে চাইলেও বিস্তারিত তথ্য জানাচ্ছে চ্যাটজিপিটি। ১৮.২-এর ফাইনাল ভার্সনে পরিপূর্ণভাবে চ্যাটজিপিটি অ্যাক্সেস করতে পারবে সিরি। ফলে সিরি হয়ে উঠবে আরও বেশি স্মার্ট।
লেখালেখিতে চ্যাটজিপিটি’র ব্যবহারের সুযোগ
সিরি’র পাশাপাশি আইফোনের রাইটিং টুলেও চ্যাটজিপিটি অ্যাক্সেস করা যাবে। ফলে ‘কোম্পোজ উইথ চ্যাটজিপিটি’ ফিচারের মাধ্যমে বিভিন্ন টেক্সট কম্পোজ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ‘কাস্টম রিরাইট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী ঠিক যে টোন ও স্টাইলে টেক্সট জেনারেট করতে চাচ্ছেন সেভাবেই আইফোনে টেক্সট তৈরি করে নিতে পারবেন।
প্রায়োরিটি নোটিফিকেশন
প্রায়োরিটি নোটিফিকেশন ফিচারটি ১৮.২-এর ফাইনাল ভার্সনে চলে আসার কথা। ডিভাইসে যেখানটায় সব নোটিফিকেশন এসে জমা হয় সেখানে সব নোটিফিকেশনের উপরে দেখা যাবে ‘প্রায়োরিটি নোটিফিকেশন’ ফিচারটি। এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখানো হবে।
এআই ইমেজ এডিটর
অ্যাপলের ইন-বিল্ট ইমেজ এডিটরে ব্যবহার করা যাবে ‘ক্লিন আপ’ এর মতো উন্নত এআই ফিচার। এই এআই টুলটি স্বয়ংক্রিয়ভাবে ছবির বিরক্তিকর ও অপ্রত্যাশিত ব্যাকগ্রাউন্ড অবজেক্ট চিহ্নিত করে সেগুলো সরিয়ে ফেলতে সক্ষম।
এআই ক্যামেরা আপডেট
আইফোন ১৬ এর ‘ক্যামেরা কনট্রোল’ বাটনটি দেওয়ার মূল উদ্দেশ্য-ই হচ্ছে ডিভাইসটির এআই টুলের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সক্ষমতা বৃদ্ধি করা। যেমন ধরুন, একটি ক্যাফের দিকে আপনি ক্যামেরা ধরে ক্যাফেটি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন এর রিভিউ, এর মেন্যু, খাবারের দাম ইত্যাদি জেনে নিতে পারেন। শুধু তাই নয়, এখানে ব্যবহারকারী চাইলে চ্যাটজিপিটির সহায়তাও নিতে পারবে। ফলে ক্যামেরায় ছবি তুলে সেই ব্যক্তি, বস্তু বা জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সুযোগ তৈরি হবে আইওএস ১৮.২ আপডেটের কল্যাণে।
ক্যামেরা কনট্রোলে আসছে নতুন ফিচার
আইফোন ১৬ সিরিজের ক্যামেরা কনট্রোল ফাংশনে নতুন ফিচার আসতে চলেছে আইওএস ১৮.২ এর কল্যাণে। নতুন এই ফিচারটি হচ্ছে ‘টু-স্টেজ শাটার মোড’। অ্যাপল আইওএস-এর নতুন আপডেট ইন্সটল করার পর ক্যামেরা কনট্রোলে ব্যবহার করা যাবে টু-স্টেজ শাটার মোড।
ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স
অ্যাপল ইন্টেলিজেন্সের আরেকটি আকর্ষণীয় এআই ফিচার হচ্ছে ‘ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স’। এই ফিচারটি ছবি থেকেই বিভিন্ন টেক্সট, ফোন নাম্বার, অ্যাড্রেস ইত্যাডি রিড করতে পারবে। এছাড়া বিভিন্ন তথ্য কপি ও সামারাইজ করার সুবিধাও থাকবে এই ফিচারে। উল্লেখ্য, শুধু আইফোন ১৬ সিরিজের ফোনেই রয়েছে এই ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচারটি।
মেইল অ্যাপ ডিজাইন
মেইল অ্যাপে নতুন ডিজাইন দেখা যাবে আইওএস ১৮.২ আপডেটের কল্যাণে। মেইল অ্যাপে বিভিন্ন ক্যাটাগরি’তে (প্রাইমারি, ট্রানজ্যাকশনস, আপডেটস ও প্রোমোশনস) সাজিয়ে রাখা যাবে ইনবক্সে আসা মেইলগুলো।
একাধিক ভাষা ব্যবহারের সুযোগ
একাধিক ভাষার পাশাপাশি বিভিন্ন অঞ্চলের স্থানীয় ইংরেজি’তেও ব্যবহার করা যাবে আইওএস-ভিত্তিক ডিভাইসগুলো। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ও ইউকে’র ইংরেজি ভাষার সাপোর্ট পাওয়া যাবে নতুন আইওএস আপডেটে।
নোটস অ্যাপে ম্যাজিক ওয়ান্ড
সাধারণ টেক্সট ও স্কেচ থেকে মুহূর্তেই ছবি তৈরির সুযোগ নিয়ে এসেছে ইমেজ ওয়ান্ড। নোটস অ্যাপের এই ফিচারটিও অ্যাক্সেস করা যাবে আইওএস ১৮.২ এর ফাইনাল ভার্সনে।
ম্যাথ নোটস ক্যালকুলেটর
নোটস অ্যাপে কোনো গাণিতিক সমস্যা লিখলে সেটা মুহূর্তেই সমাধান হয়ে যাবে। এই এআই ফিচারটিও অ্যাপল ইন্টেলিজেন্সের আকর্ষণীয় ফিচারগুলোর একটি।
আইফোনের যে মডেলগুলোতে অ্যাক্সেস করা যাবে এই ফিচারগুলো
আইওএস ১৮.২ এর ফাইনাল আপডেটটি আইফোনের বেশ কয়েকটি সিরিজের মডেলে ইন্সটল করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্স-এর ফিচারগুলো কেবলমাত্র আইফোন ১৬ সিরিজ ও আইফোন ১৫ সিরিজের প্রো ও প্রো ম্যাক্স মডেলগুলোতে ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: অ্যাপল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।