আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় চালু হচ্ছে হালাল মর্টগেজ। দেশটির বার্ষিক বাজেটে জাস্টিন ট্রুডো সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এই পদক্ষেপটি জাস্টিন ট্রুডো সরকারের কয়েকটি উদ্যোগের মধ্যে একটি যা কানাডিয়ানদের সাহায্য করার জন্য যারা একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেন।
এক্ষেত্রে অবশ্য দেশের মুসলিম সম্প্রদায়কে বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। কারণ, ইসলামী আইন বা শরিয়াহ আইন অনুযায়ী সুদ খাওয়া হারাম। হালাল বন্ধক অর্থ ঋণের একটি বিকল্প উপায় হতে পারে। এর জন্যই এই ব্যবস্থা।
একই সময়ে, কানাডার বর্তমান বাজেটে বিদেশীদের সে দেশে বাড়ি বা আবাসিক সম্পত্তি কেনার উপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কানাডা বাজেট ২০২৪ ঘোষণা করেছে যে ট্রুডো সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে, ব্যাংক সহ, এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে কানাডিয়ানদের চাহিদা মেটাতে যারা নিজের বাড়ির মালিক হতে চায়।
তার উল্লেখযোগ্য পদক্ষেপ হল হালাল মর্টগেজ। মর্টগেজ ইসলামী বা শরিয়া আইনের বিরুদ্ধে নয়। ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদের বিকল্প হিসেবে বন্ধক প্রদান করে।
ক্যনাডার কিছু আর্থিক প্রতিষ্ঠান অবশ্য আগে থেকেই শরিয়ত আইন মেনে মর্টগেজ বা বন্ধকে লোন দিচ্ছে, তারা সুদ নিচ্ছে না মুসলিমদের কাছ থেকে।
তবে সে দেশের সব চেয়ে বড় পাঁচটি ব্যাঙ্ক এ ভাবে এতদিন টাকা ধার দিত না। এবার বাজেটের পর তাদের নীতির বদল হবে, এমনই সম্ভাবনা।
তবে ট্রুডো সরকারের হালাল মর্টগেজ চালু করার এই সিদ্ধান্তকে ক্যানাডার অনেকে ‘বৈষম্যমূলক নীতি’ হিসেবে চিহ্নিত করেছেন। এবারের বাজেট-নথিতে বলা হয়েছে, বিদেশের কোনও নাগরিক ক্যানাডায় আবাসিক সম্পত্তি কিনতে পারবেন না।
ট্রুডো সরকারের দাবি, ক্যানাডিয়ানদের স্বার্থ সুরক্ষা করার জন্যই এই পদক্ষেপ। ২০২৪-’২৫ আর্থিক বছরের এই বাজেটে ৩৯.৮ বিলিয়ন ডলার ঘাটতি দেখানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।