বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়া থেকে ব্যক্তিগত জীবন, সব জায়গাতেই তিনি সোজাসাপ্টা। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আর আজ, বিশ্ব ঋতুচক্র বিষয়ক স্বাস্থ্য সচেতনতা দিবস -এর ঠিক আগেই একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে নিজের ‘পিরিয়ড স্টোরি’ ভাগ করে নিলেন দীপিকা। ঋতুচক্র সংক্রান্ত বিভিন্ন কুসংস্কারকে ভাঙার জন্য প্রচার করেন বলিউডের ‘মস্তানি’।
নিজের ছোটবেলার কথা মনে করে দীপিকা বলেন, স্কুলে ঋতুচক্র সংক্রান্ত পাঠ পড়ানোর আগেই তিনি নিজে জেনে নিয়েছিলেন। এই ভিডিওতে দীপিকা বলছেন, ‘আমি এখনও সেই দিনটা ভুলতে পারি না যেদিন আমি আর আমার প্রিয় বন্ধু দিব্যাকে মা বসিয়ে আমাদের ঋতুচক্র সংক্রান্ত বিভিন্ন জিনিস বুঝিয়েছিল। ঋতুচক্র জিনিসটা আসলে কী, কেন হয়, সবই ধরে ধরে বুঝিয়ে দিয়েছিলেন মা। আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে মা সেদিন কিচ্ছু না লুকিয়ে, ধৈর্য্য ধরে আমাদের সবকিছু বুঝিয়েছিল।’
জীবনে বড় হয়ে ওঠার অন্যতম একটা ধাপ হিসেবে ঋতুচক্রের কথা মনে হয় দীপিকার। তিনি বলেন, ‘পিরিয়ড স্টোরি’ ভিডিওটা আমার জন্য খুব বিশেষ।
সম্প্রতি ‘কান'(Cannes) -এর মঞ্চে আলো ছড়িয়ে এসেছেন দীপিকা। গত কয়েকবছর ‘কান’-এর মঞ্চে নজর কেড়েছেন তিনি। আর এবার কেবল উপস্থিত থাকা নয়, ‘কান’-এ ছবির ঝাড়াই বাছাইয়ের দায়িত্বও রয়েছে দীপিকার কাঁধে। প্রথমদিন রেড কার্পেটের জন্য সব্য়সাচী মুখোপাধ্যায়ের কালো সোনালি শাড়িতে সেজেছিলেন দীপিকা। অফ শোলডার ব্লাউজের সঙ্গে ভারি দুল পরেছিলেন দীপিকা। চুল বেঁধেছিলেন খোঁপা করে। দ্বিতীয় দিন কালো পাশ্চাত্য পোশাকে সেজেছিলেন দীপিকা। আর তৃতীয় দিনের জন্য ঢালা লাল গাউন বেছে নিয়েছিলেন বলিউডের ‘মস্তানি’। এর পরে কখনও ফ্লোরাল পোশাক, কখনও লাল গাউনে নজর কেড়েছেন দীপিকা।
শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবির কাজ নিয়ে আপাতত ব্যস্ত দীপিকা। কাজ শেষ হলে খুব তাড়াতাড়িই মুক্তি পাবে এই ছবি।
৪০ পেরিয়েও এখনো পুরুষের রাতের ঘুম কেড়ে নেয় বলিউডের যে ৫ নায়িকা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।