হঠাৎ অসুস্থ দীপিকা, নেওয়া হলো হাসপাতালে

দীপিকা

বিনোদন ডেস্ক: ভারতের হায়দরাবাদে শুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অসুস্থতার কথা জানাতেই নায়িকাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে।

জানা গেছে, আগামী ছবি প্রজেক্ট কের শুটিংয়েই শরীর খারাপ লাগে দীপিকার। সময় নষ্ট না করে নির্মাতা তাকে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে।

প্রভাসের সঙ্গে পরবর্তী ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবির নাম ‘প্রজেক্ট কে’। আপাতত সেই ছবির শুটিং চলছে হায়দরাবাদে। সেখানেই শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।
দীপিকা
তবে হাসপাতালে ভর্তি হতে হয়নি নায়িকাকে। কিছু সময় পর আবার সেটে ফেরেন তিনি। যদিও দীপিকার টিমের পক্ষ থেকে তার শরীর খারাপ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এই প্রথম পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। এ ছাড়া ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও দিশা পাটানিকে।

সূত্র: জিনিউজ

না স্বামী, না সন্তান; ৩০৭ কোটির বিপুল সম্পতির মালিক কে হবে জানালেন রেখা