বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বের পর নিজের কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য আনার লক্ষ্যে নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত- প্রতিদিন সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করবেন তিনি। এই সিদ্ধান্তের কারণে ইতোমধ্যেই দুটি বড় বাজেটের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমরা ভারতীয় চলচ্চিত্রকে শিল্প বলি ঠিকই, কিন্তু বাস্তবে একে কখনোই সংগঠিত শিল্পের মতো পরিচালনা করা হয়নি।
তিনি জানান, বহু বছর ধরে অনেক পুরুষ অভিনেতা দিনে ৮ ঘণ্টা কাজ করছেন, অথচ নারী শিল্পীরা একই দাবি করলেই তা নিয়ে প্রশ্ন তোলা হয়। আমি যদি নারী হয়ে ৮ ঘণ্টা কাজের কথা বলি, সেটি যদি কারও কাছে জেদ মনে হয় তাহলে তাই হোক।
তিনি আরও জানান, মা হওয়ার পর থেকে পরিবার ও মেয়ের সঙ্গে সময় কাটানো তার কাছে অগ্রাধিকার পেয়েছে। আর তাই প্রতিদিন সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের নিয়মে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন।
এই সিদ্ধান্তের ফলেই তিনি সরে দাঁড়ান সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’ থেকে। নির্মাতারা দীপিকার সময় নির্ধারণের শর্তে সম্মত না হওয়ায়, প্রকল্পটি থেকে বাদ পড়েন তিনি। একইভাবে, ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল থেকেও বাদ পড়েন দীপিকা।
প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজ জানায়, এই ধরনের বড় প্রকল্পের জন্য শিল্পীর আরও বেশি সময় ও সম্পৃক্ততা প্রয়োজন।
তবে দীপিকার এই অবস্থান বলিউডে নারী শিল্পীদের কাজের পরিবেশ এবং সময় ব্যবস্থাপনা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তাঁর মতে, শিল্পের অগ্রগতি তখনই সম্ভব, যখন সেখানে মানুষের প্রতি সম্মান ও ভারসাম্য বজায় থাকে।
বিয়ের গুঞ্জনে মুখ খুললেন তৃষা কৃষ্ণান, জানালেন ব্যঙ্গাত্মক বার্তা
বর্তমানে দীপিকা ব্যস্ত রয়েছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিংয়ে, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ খান, সুহানা খান ও অভিষেক বচ্চনের সঙ্গে। এছাড়া, জনপ্রিয় পরিচালক আটলির নতুন একটি প্রজেক্টেও দেখা যাবে তাঁকে, যেখানে দীপিকার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।