বিনোদন ডেস্ক : মাতৃত্বকালীন ছুটি নেওয়ায় লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। এরই মধ্যে হাসপাতাল থেকে কন্যাকে নিয়ে বাড়ি ফিরেছেন দীপিকা-রণবীর সিং দম্পতি।
অন্তঃসত্ত্বা হওয়ার পরই জীবনযাপনের দিনলিপি বদলে যায় দীপিকার। কন্যাসন্তান জন্ম দেওয়ার পর দিনলিপিতে আরো পরিবর্তন এসেছে। তবে এ পরিবর্তন নিয়ে কখনো কিছু বলেননি দীপিকা। কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফিরেই এ নিয়ে মুখ খুললেন ‘মাস্তানি’খ্যাত এই অভিনেত্রী।
ইনস্টাগ্রামের বায়োর পরিবর্তন করেছেন দীপিকা। তাতে এ অভিনেত্রী লেখেন— ‘খাওয়ানো, ঢেকুর তোলা, ঘুম, পুনরাবৃত্তি।’
বলিউড তারকা দম্পতি রণবীর-আলিয়া, আনুশকা-বিরাট দম্পতি বাবা মা হওয়ার পর সদ্যজাত সন্তানকে আড়ালে রাখেন। অনেকটা সময় পর সন্তানের মুখ প্রকাশ্যে আনেন। শোনা যাচ্ছে, তাদের মতো দীপিকাও একই পথ বেছে নিয়েছেন।
বন্যার ক্ষতি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : উপদেষ্টা হাসান আরিফ
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেট থেকে শুরু, এরপর বিভিন্ন সময় বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। কিন্তু তা অস্বীকার করে আসছিলেন তারা। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি। গত ২৯ ফেব্রুয়ারি মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা পাড়ুকোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।