অতীত ভুলে আবারও এক হচ্ছেন দীপিকা ও ক্যাটরিনা

দীপিকা

বিনোদন ডেস্ক : দু’জনে দুই ফ্র্যাঞ্চাইজ়ির সফল নায়িকা। সেই দুই ফ্র্যাঞ্চাইজ়ি আবার একই স্পাই ইউনিভার্সের অন্তর্গত। রুপোলি পর্দায় রুবিনা ও জ়োয়াকে একসঙ্গে দেখতে মুখিয়ে দর্শক।

দীপিকা

বেশ কয়েক বছর পরে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে বলিউড। ‘পাঠান’ ঝড়ে কপাল ফিরেছে ব্যবসার। আবার হলমুখী হয়েছেন সিনেপ্রেমীরা। ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর হাত ধরে মন্দা কেটেছে বিনোদন বাণিজ্যে। শুধু তা-ই নয়, পর্দার তারকাদের সমীকরণ নিয়েও ফের উৎসাহ বেড়েছে অনুরাগীদের মধ্যে। ‘পাঠান’ মুক্তির আগে সমাজমাধ্যমে ছবির প্রচার করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফ। তার পর থেকেই অনুরাগীদের প্রশ্ন, কবে পর্দায় একসঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও তাঁকে। শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের প্রযোজনাতেই রুপোলি পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে বলিপাড়ার দুই তাবড় তারকাকে।

‘পাঠান’-এ দুই খানকে একসঙ্গে দেখেছেন দর্শক। এত দিন পরে বড় পর্দায় একসঙ্গে ধরা দিয়েছেন বলিউডের ‘বাদশা’ ও ‘ভাইজান’। দর্শকের পাশাপাশি সমালোচকদের মন জয় করে নিয়েছেন দুই তাবড় তারকা।

ছবির সাফল্যের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ছবির চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন। তাঁকে প্রশ্ন করা হয়, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে কি কখনও রুবিনা ও জ়োয়াকে একসঙ্গে দেখা যেতে পারে? প্রশ্নে রাঘবনের উত্তর, ‘‘সবটাই আদিত্য চোপড়ার মাথায় রয়েছে, একটাই স্পাই ইউনিভার্সে এই ঘটনাগুলো ঘটছে, এবং আদিত্যর মাথায় এই নিয়ে অনেক ভাবনাচিন্তা রয়েছে।’’ চিত্রনাট্যকারের এই মন্তব্যে আশাবাদী দুই অভিনেত্রীর অনুরাগীরা।

প্রেমিকা হতে না চাওয়ায় তরুণীর বিরুদ্ধে মামলা করলেন যুবক

‘পাঠান’ মুক্তির আগে ছবির জালিয়াতি রুখতে দর্শকদের কাছে আর্জি জানান শাহরুখ খান নিজে। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে ‘পাঠান’-এর জন্য সেই একই আর্জি জানিয়েছিলেন ‘এক থা টাইগার’-এর জ়োয়া তথা ক্যাটরিনা। সেই স্টোরিতে দীপিকা পাড়ুকোনের নামও উল্লেখ করেন তিনি। উত্তরে নিজের অ্যাকাউন্ট থেকে সেই স্টোরি শেয়ার করেন দীপিকাও। তার পর থেকেই জল্পনা, দুই অভিনেত্রীর মধ্যে তিক্ততা কেটে গিয়েছে।