হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা

দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগে এমন খবরই চাউর হয়। তবে এবার জানা গেল, কাজটি করছেন না তিনি।

দীপিকা পাড়ুকোন

সিরিজটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। এমনটাই জানিয়েছে বলিউড হাঙ্গামা।

বলিউড হাঙ্গামা বলছে, ব্যক্তিগত কারণে সিরিজটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে দীপিকা বা সিরিজটির প্ল্যাটফর্ম এইচবিওর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২১ সালে প্রচার শুরু হয় এইচবিওর সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর। দ্রুতই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায় সিরিজটি। দ্রুতই আসে দ্বিতীয় কিস্তি। শুটিং শুরুর অপেক্ষায় থাকা তৃতীয় সিজনের জন্য প্রস্তাব এসেছিল দীপিকার কাছে।

এই মাসেই লঞ্চ হচ্ছে নতুন Vivo 5G ফোন! রয়েছে সেরা সব ফিচার্স, জানুন দাম

‘দ্য হোয়াইট লোটাস ৩’ ২০২৫ সালে প্রচার শুরু হওয়ার কথা। দীপিকাকে সর্বশেষ দেখা গেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায়। গত ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া এরিয়াল অ্যাকশন সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে। সিনেমাটিতে প্রথমবার জুটি বাঁধেন দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশন।